২০১৩ সালে তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য ঘটনা
গুরুত্ব দিচ্ছে গুগল
কান্ট্রি কনসালটেন্ট নিয়োগের পর থেকে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গুগল। গত বছরের স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ স্থান করে নেয় গুগল ডুডলে। ২৬ মার্চ বাংলাদেশের ৪২তম স্বাধীনতা দিবসে গুগল তার লোগো পরিবর্তন করেছিল। গত বছর রাস্তার মানচিত্র তৈরি ও আশপাশের ছবি গুগল ম্যাপসে যোগ করার জন্য গুগলের গাড়ি এসেছিল ঢাকায়। এ ছাড়া বাংলাদেশের গুগল বিজনেস গ্রুপ ও গুগল ডেভেলপার গ্রুপ অনেক বেশি সক্রিয় থেকেছে গত বছর।
এসিএম আইসিপিসিতে শাবিপ্রবির সাফল্য
পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসির ঢাকা পর্বের প্রতিযোগিতায় এই প্রথম ঢাকার বাইরের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। ডিসেম্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রত্যয়ী দল শীর্ষস্থান অর্জন করে আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
মুঠোফোনের অ্যাপস তৈরির উদ্যোগ
দেশে স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ায় মুঠোফোনের অ্যাপলিকেশন বা অ্যাপ তৈরির ব্যাপক উদ্যোগ গত বছর চোখে পড়েছে। বাংলাদেশ থেকে বেশ কিছু অ্যাপ তৈরি হয়েছে। শুরু হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে অ্যাপ নির্মাতা তৈরির কর্মশালা-প্রশিক্ষণ কার্যক্রম। অ্যাপস তৈরির একাধিক প্রতিযোগিতার আয়োজন গত বছর দেখা গেছে। বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪। এটি চলবে নয় মাস ধরে। প্রিয় ডট কম অ্যাপস উৎসব নামে একটি প্রতিযোগিতা শুরু করে ২০১৩-তে।
থ্রিজির চমক
আগে দেশে শুধু টেলিটক তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্কের সেবা দিচ্ছিল। গত বছর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল থ্রিজি সেবা দেওয়ার লাইসেন্স পেয়েছে। প্রতিষ্ঠানগুলো থ্রিজি সেবা দেওয়ার ব্যাপারে কাজও শুরু করেছে।
উইকিপিডিয়া জিরো
বাংলাদেশে মুঠোফোন থেকে উইকিপিডিয়া বিনা মূল্যে পড়া যাবে এ জন্য উইকিপিডিয়া জিরো কর্মসূচি চালু হয়েছে গত বছর। এখন পর্যন্ত বাংলালিংক ও গ্রামীণফোন গ্রাহকদের এ সুবিধা দিচ্ছে। ২০১৩ সালে বাংলা উইকিপিডিয়ার একজন ব্যুরোক্র্যাট ও চারজন নতুন প্রশাসক নির্বাচিত হয়েছেন।
উদ্যোক্তা হাট
ফেসবুক দিয়ে হয়তো শুরু, নয়তো সাহস করে কোনো উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়া—এভাবে বেশ কিছু তরুণ উদ্যোক্তা নেমে পড়েছেন বাণিজ্যে। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে এমন একটি উদ্যোক্তা হাটের আয়োজন করে।