২০১৪ সালের এসএসসির প্রস্তুতি: বাংলা

ভাব সম্প্রসারণ 
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ দেওয়া হলো।

বন্যেরা বনে সুন্দর
শিশুরা মাতৃক্রোড়ে
আপন পরিবেশই প্রাণীদের সৌন্দর্য বিকাশের একমাত্র স্থান।
আপন পরিবেশে তাকে যতটা সুন্দর বা মানানই দেখায়, অপর কোনো পরিবেশে তা দেখায় না। মহান সৃষ্টিকর্তা তাঁর অমোঘ বিধানে বিভিন্ন প্রাণী বা বস্তুকে বিভিন্ন পরিবেশ বা স্থানের উপযোগী করেই সৃষ্টি করেছেন। কাজেই যার যে পরিবেশ বা স্থান, তার সেখানেই থাকা উচিত এবং সেখানেই তাকে ভালো মানায়, সুন্দর দেখায়। বিপরীত পরিবেশে তার সৌন্দর্যেরও বিলুপ্তি ঘটে এবং তা বেমানান ও দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। বন্যদের সবচেয়ে সুন্দর মানায় বনভূমিতে এবং শিশুদের সবচেয়ে সুন্দর দেখায় মায়ের কোলে। আসলেও বন্যেরা বনেই সুন্দর। কারণ, বনেই তাদের জন্ম, বনই তাদের স্বাভাবিক বাসস্থান ও বিচরণক্ষেত্র। বনের ফুল বনেই সুন্দর শোভা পায়। ভোমরেরা বনফুল ঘিরেই রচনা করে তাদের মধুর গুঞ্জন। কিন্তু বনফুলকে ঘরের ফুলদানিতে রাখা হলে তার স্বাভাবিক জীবন হারিয়ে যায় অনূরূপভাবে শিশুদের যথার্থ স্থান আর দ্বিতীয়টি নেই। মায়ের কোলের মতো তাদের আনন্দ, ভালোবাসা ও পরম সুখের স্থান আর দ্বিতীয়টি নেই। মায়ের কোলে ছোট শিশুর হাসিমাখা সুন্দর মুখখানির তুলনা সত্যিই বিরল। কিন্তু অপরের কোলে বা মাটিতে শিশুর সেই অপরূপ সৌন্দর্য নিষ্প্রভ হয়ে পড়ে। আমরা দেখি, মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিলে তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়, তার প্রাণচাঞ্চল্য আর থাকে না। তাই মনীষী রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, ‘মানবশিশুর সুন্দরতম স্থান হচ্ছে মাতৃক্রোড়’। সৃষ্টিজগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায়। পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দ সম্পর্ক। পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য। পরিবেশবিচ্ছিন্ন হলে তার সেই স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায়। মানবজীবনে পরিবেশের প্রভাব অসামান্য। এমনইভাবে স্বাভাবিক জীবন পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলে প্রতিটি প্রাণীই তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। জীবনের সঙ্গে পরিবেশের যোগ যেমন অবিচ্ছিন্ন, তেমনি নিজ নিজ পরিবেশের পটভূমিতেই জীবসত্তা পায় স্বাভাবিক সৌন্দর্য ও অনুপম বৈশিষ্ট্য। তা না হলে কেবল অসংগতি ঘটে না, অনেক সময় তা দৃষ্টিকটু হয়ে ওঠে।
তাই বলতে পারি, প্রকৃতির রাজ্যের সব সৃষ্টিরই রয়েছে নিজ নিজ বৈশিষ্ট্য, রয়েছে তাদের সৌন্দর্য বিকাশের আপন আপন পরিবেশ বা লীলাক্ষেত্র। জ্ঞানীজনেরা তাই উপদেশ দিয়ে থাকেন, ‘যার যে স্থান, প্রকৃতিরই দান; থাকিতে দাও সেথা শোভিতে অম্লান’।

সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল