
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-৪
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন
১২। কোনটি অঘোষ ‘হ’—এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?
ক. ক্ষ খ. ঃ গ. ং ঘ. ঁ
সঠিক উত্তর: খ. ঃ
১৩। কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
ক. স্বপ্ন>স্বপন খ. সত্য>সইত্য
গ. বিলাত>বিলিতি ঘ. ধপধপ>ধপাধপ
সঠিক উত্তর: ক. স্বপ্ন>স্বপন
১৪। শ, ষ, স, হ -এ চারটি বর্ণকে বলে—
ক. স্পর্শ বর্ণ খ. উষ্ম বর্ণ
গ. দন্ত্য বর্ণ ঘ. ওষ্ঠ্য বর্ণ
সঠিক উত্তর: খ. উষ্ম বর্ণ
১৫। কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল?
ক. ন, ল, স খ. শ, ষ, ঝ
গ. য, র, ঢ় ঘ. ম, ব, প
সঠিক উত্তর: ক. ন, ল, স।
১৬। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
ক. অভিশ্রুতি খ. বিষমীভবন
গ. স্বরলোপ ঘ. অন্তর্হতি
সঠিক উত্তর: ঘ. অন্তর্হতি
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ৩৯টি গ. ৪৯টি ঘ. ২৫টি
সঠিক উত্তর: ঘ. ২৫টি
১৮। বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশের জন্য উচ্চারণের সময় যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয়, তাকে কী বলে?
ক. বিরাম চিহ্ন খ. পদক্রম
গ. বাগ্ধারা ঘ. স্বরভঙ্গি
সঠিক উত্তর: ঘ. স্বরভঙ্গি
১৯। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
ক. ত-বর্গ খ. ট-বর্গ গ. চ-বর্গ ঘ. ক-বর্গ
সঠিক উত্তর: খ. ট-বর্গ
২০। বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
সঠিক উত্তর: ঘ. ধ্বনিতত্ত্বে
২১। মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে কোন ধাতু সাধিত হয়?
ক. সংযোগমূলক ধাতু খ. মৌলিক ধাতু
গ. বিদেশি ধাতু ঘ. সাধিত ধাতু
সঠিক উত্তর: ঘ. সাধিত ধাতু
২২। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
ক. যতি খ. ধাতু গ. উক্তি ঘ. প্রকৃতি
সঠিক উত্তর: খ. ধাতু
২৩। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. স্ত্রী প্রত্যয় খ. কৃৎ প্রত্যয়
গ. বচন প্রত্যয় ঘ. তদ্ধিত প্রত্যয়
সঠিক উত্তর: খ. কৃৎ প্রত্যয়
২৪। প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?
ক. বসিয়ে রেখো না
খ. কাজটি ভালো দেখায় না
গ. এখনো সাবধান হও
ঘ. মেয়েটি গান গাইছে
সঠিক উত্তর: ক. বসিয়ে রেখো না
২৫। ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. আন খ. আই গ. আল ঘ. আও
সঠিক উত্তর: খ. আই।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল