গদ্য
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
মানুষ মুহাম্মদ (সা.)
১। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধের প্রতিপাদ্য আলোচনা কোনটি?
ক. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্য
খ. হজরত মুহাম্মদ (সা.)-এর প্রশংসা
গ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর সৌন্দর্য
ঘ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর মানবতা
সঠিক উত্তর: ক. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্য
২। হজরত মুহাম্মদ (সা..-এর মৃত্যুসংবাদ হজরত উমর (রা.) কীভাবে গ্রহণ করেছিলেন?
ক. ধারাবাহিকভাবে খ. উত্তেজিতভাবে
গ. কান্নায় ভেঙে পড়ে ঘ. স্বাভাবিকভাবে
সঠিক উত্তর: খ. উত্তেজিতভাবে
৩। হজরত মুহাম্মদ (সা.) মানুষের মন আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা ?
ক. সৌন্দর্যের দ্বারা খ. মানবীয় গুণাবলির দ্বারা
গ. বাগ্মিতার দ্বারা ঘ. আতিথেয়তার দ্বারা
সঠিক উত্তর: খ. মানবীয় গুণাবলির দ্বারা
৪। আঘাতে জর্জরিত হজরত মুহাম্মদ (সা.) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন?
ক. পৌত্তলিকদের জন্য খ. মুনাফিকদের জন্য
গ. ইহুদিদের জন্য ঘ. নাসারাদের জন্য
সঠিক উত্তর: ক. পৌত্তলিকদের জন্য
৫। তায়েফ সৌদি আরবের কোন দিকে অবস্থিত?
ক. পূর্বে খ. পশ্চিমে গ. উত্তরে ঘ. দক্ষিণে
সঠিক উত্তর: ঘ. দক্ষিণে
৬। ‘যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে’—উক্তিটি কোন সাহাবির?
ক. হজরত আবু বকর (রা.)-এর
খ. হজরত বেলাল (রা.)-এর
গ. হজরত মুয়াবিয়া (রা.)-এর
ঘ. হজরত ওমর (রা.)-এর
সঠিক উত্তর: ঘ. হজরত ওমর (রা.)-এর
৭. ‘স্থিতধী’ শব্দের অর্থ কী?
ক. স্থির বুদ্ধিসম্পন্ন খ. কূটবুদ্ধিসম্পন্ন
গ. অল্প বুদ্ধিসম্পন্ন ঘ. গভীর বুদ্ধিসম্পন্ন
সঠিক উত্তর: ক. স্থির বুদ্ধিসম্পন্ন
৮. ‘তিতিয়া’ শব্দের অর্থ কী?
ক. পুড়িয়া খ. রাঙিয়া গ. শুকাইয়া ঘ. ভিজিয়া
সঠিক উত্তর: ঘ. ভিজিয়া
৯. ‘অনুরুদ্ধ’ শব্দের অর্থ কী?
ক. অনুপ্রাণিত খ. অনুঘটিত
গ. অনুবন্ধ ঘ. অনুরোধ করা হয়েছে এমন
সঠিক উত্তর: ঘ. অনুরোধ করা হয়েছে এমন
১০. ‘সমাচ্ছন্ন’ শব্দের অর্থ কী?
ক. আহ্লাদিত খ. সামীপ্য গ. অভিভূত
ঘ. সমাহিত করা হয়েছে এমন
সঠিক উত্তর: গ. অভিভূত
১১. ‘পুলকদীপ্তি’ শব্দের অর্থ কী?
ক. পুলকে দৃশ্যমান হওয়া খ. অভিভূত
গ. আনন্দের উদ্ভাস ঘ. পুলকিত হওয়া
সঠিক উত্তর: গ. আনন্দের উদ্ভাস
১২. ‘বরাঙ্গ’ শব্দের অর্থ কী?
ক. সুন্দর দেহ খ. বরের দেহ
গ. বীরের বসন ঘ. দীর্ঘ দেহ
সঠিক উত্তর: ক. সুন্দর দেহ
১৩. ‘লোষ্ট্রাঘাত’ শব্দের অর্থ কী?
ক. পাথরের আঘাত খ. ঢিলের আঘাত
গ. ফুলের আঘাত. ঘ. গালিগালাজ
সঠিক উত্তর: খ. ঢিলের আঘাত
১৪. ‘রাহী’ শব্দের অর্থ কী?
ক. সাথি খ. মুসাফির গ. পথপ্রদর্শক ঘ. বন্ধু
সঠিক উত্তর: খ. মুসাফির
১৫. ‘অরাতি’ শব্দের অর্থ কী?
ক. শত্রু খ. সাথি গ. পথিক ঘ. ঘাড়
সঠিক উত্তর: ক. শত্রু
১৬। কে শেষ পর্যন্ত হজরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
ক. হজরত ফাতিমা(রা.) খ. হজরত আলী(রা.)
গ. হজরত আবু বকর (রা.) ঘ.হজরত উমর (রা.)
সঠিক উত্তর: গ. হজরত আবু বকর (রা.)।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল