২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৬

মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
২৬. যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয়েছে তার নাম কী?
ক. লম্ব একক খ. মৌলিক একক
গ. সিজিএস একক ঘ. দেশীয় একক। উত্তর: ক. লম্ব একক
২৭. তড়িৎ বিভব-এর একক কী?
ক. ওহম খ. ভোল্ট গ. সিমেন্স ঘ. লুমেন। উত্তর: খ. ভোল্ট
২৮. তড়িৎ প্রবাহ-এর একক কী?
ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার গ. নিউটন ঘ. কুলম্ব
উত্তর: খ. অ্যাম্পিয়ার
২৯. এককের SIপদ্ধতি কত সালে চালু হয়?
ক. ১৯৬৫ খ. ১৯০৬ গ. ১৯৬০ ঘ. ১৯৯০ সালে
উত্তর: গ. ১৯৬০ সালে
৩০. এস আই-এর মৌলিক একক কয়টি?
ক. ৫টি খ. ৮টি গ. ৭টি ঘ. ১০টি। উত্তর: গ. ৭টি
৩১. ঘনত্বের মাত্রা কোনটি?
ক. ML-1T-2 খ. ML-3 গ. ML3 ঘ. MLT-2
উত্তর: খ. ML-3
৩২. চাপের মাত্রা কোনটি?
ক. [MLT-2] খ. [ML-1T-2] গ. [MLT-1] ঘ. [ML-1T-1]
উত্তর: খ. [ML-1T-2]
অধ্যায়-৩
১. নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক. সরণ খ. দ্রুতি গ. বেগ ঘ. ত্বরণ।
উত্তর: ক. সরণ
২. গুলি ছুড়লে বন্দুককে পেছনের দিকে সরে আসতে দেখা যায়. এ ঘটনাটি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়?
ক. ভরবেগের সংরক্ষণ সূত্র খ. শক্তির নিত্যতার সূত্র
গ. মহাকর্ষ সূত্র ঘ. কোনোটি দ্বারাই ব্যাখ্যা করা যায় না
উত্তর: ক. ভরবেগের সংরক্ষণ সূত্র
৩. সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?
ক. ত্বরণ খ. দ্রুতি গ. বেগ ঘ. সরণ।
উত্তর: খ. দ্রুতি
৪. কোনো নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতিকে কী বলে?
ক. দ্রুতি খ. বেগ গ. ত্বরণ ঘ. গতি
উত্তর: খ. বেগ
৫. কোনটি বেগের মাত্রা সমীকরণ?
ক. LT2 খ. [LT-1] গ. LT-2 ঘ. LT3
উত্তর: খ. [LT-1]
৬. দূরত্ব-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?
ক. বেগ খ. সরণ গ. ত্বরণ ঘ. বল
উত্তর: ক. বেগ
৭. নিউটন গতিসূত্র দেন কত সালে?
ক. ১৬৮৭ খ. ১৭৮৭ হ. ১৬৮৯ ঘ. ১৭৬৮ সালে
উত্তর: ক. ১৬৮৭ সালে
৮. পদার্থের জড়তার পরিমাপ কী?
ক. ভর খ. ওজন গ. ত্বরণ ঘ. দ্রুতি।
উত্তর: ক. ভর
৯. জড়তার মাত্রা কোনটি?
ক. L খ. MLT-1 গ. ML-1L-2 ঘ. M
উত্তর: ঘ. M
১০. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের সম্পর্ক কী হবে?
ক. ভর যত কম হবে, ত্বরণ তত বেশি হবে
খ. ভর যত কম হবে, ত্বরণ তত কম হবে
গ. ভর যত বেশি হবে, ত্বরণ তত বেশি হবে
ঘ. ভরের সমান ত্বরণ হবে
উত্তর: ক. ভর যত কম হবে, ত্বরণ তত বেশি হবে
১১. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
ক. বলের পরিমাপ খ. বলের সংজ্ঞা
গ. বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া
ঘ. ভরবেগের সংজ্ঞা
উত্তর: ক. বলের পরিমাপ
১২. ‘ভূমির ওপর দাঁড়ানো’ কিসের উদাহরণ?
ক. নিউটনের গতির প্রথম সূত্র খ. নিউটনের গতির দ্বিতীয় সূত্র
গ. নিউটনের গতির তৃতীয় সূত্র ঘ. ভরবেগের সংরক্ষণ সূত্র
উত্তর: গ. নিউটনের গতির তৃতীয় সূত্র
১৩. রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?
ক. নিউটনের গতির প্রথম সূত্র খ. মহাকর্ষ সূত্র
গ. শক্তির নিত্যতা সূত্র ঘ. ভরবেগের সংরক্ষণ সূত্র
উত্তর: ঘ. ভরবেগের সংরক্ষণ সূত্র।
১৪. কোনটি প্রতিপাদন সম্ভব?
ক. প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র
খ. দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র
গ. তৃতীয় সূত্র থেকে প্রথম সূত্র
ঘ. তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র
উত্তর: ঘ. তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল