২৩২ দাঁত!

এক চড়ে ৩২ দাঁত ফেলে দেওয়ার কথা আমরা অনেকেই শুনেছি। তবে চড়ে নয় রীতিমত অস্ত্রোপচার করেই ১৭ বছরের এক কিশোরের মুখ থেকে ২৩২টি দাঁত অপসারণ করেছেন চিকিত্সকেরা।
গত সোমবার ভারতের মুম্বাইয়ের জেজে হাসপাতালে আশিক গাভানি নামে ওই কিশোরের মুখে অস্ত্রোপচার করেন চিকিত্সকেরা। এতে সাত ঘণ্টা সময় লাগে। চিকিত্সকদের দাবি, এ ধরনের অস্ত্রোপচার করার ক্ষেত্রে এটিই বিশ্ব রেকর্ড ।
দন্ত বিভাগের প্রধান সুনন্দা ধীবর-পালঙ্কর এএফপিকে জানিয়েছেন, জটিল ওডোনটোমার সমস্যাতে ভুগছিল আশিক। তার নিচের মাড়ির ডানদিকে মুক্তার মতো অসংখ্য দাঁতের অস্তিত্ব টের পাওয়া যায়।

সুনন্দা বলেন, ‘সোমবার আমরা সাত ঘণ্টা ধরে এই অপারেশন করি। আমরা প্রথমে মনে করেছিলাম এটা সাধারণ কোনো অস্ত্রোপচার হবে কিন্তু আমরা এটা খুলতেই মাড়ির মধ্যে অসংখ্য দাঁতের খোঁজ পেলাম। দাঁতগুলো সরানোর পর সেখানে মার্বেলের মতো একটি কাঠামো পাওয়া গেল। এই কাঠামো সরাতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে।’
আশিকের বাবা সুরেশ গাভাই বলেন, তারা মনে করেছিলেন এটা ক্যানসার হতে পারে। তাই আশিককে হাসপাতালে ভর্তি করেছিলেন তাঁরা।
চিকিত্সক সুনন্দা বলেন, এর আগে এ ধরনের অস্ত্রোপচারে সর্বোচ্চ ৩৭ টি দাঁত অপসারণের কথা জানা ছিল তাঁদের। তিনি ও তাঁর দল মিলে এবার রেকর্ড ২৩২টি দাঁত অপসারণ করেছেন। তাঁর মতে, এটি বিশ্বরেকর্ড হতে পারে।
সুনন্দা দাবি করেন, অস্ত্রোপচারে সময় মাড়ির কাঠামো ঠিক রাখা হয়েছিল তাই কোনোরকম অস্বাভাবিকতা ছাড়াই আশিক গাভানি সুস্থ হয়ে উঠবে।