৬ কে ৮ বানায় জেরক্সের ফটোকপিয়ার!

জেরক্স ওয়ার্ক সেন্টার
জেরক্স ওয়ার্ক সেন্টার

জেরক্সের তৈরি ফটোকপিয়ার মেশিনের ত্রুটি খুঁজে পেয়েছেন গবেষকেরা। জেরক্সের ফটোকপিয়ার ব্যবহার করে কপি করার সময় এ মেশিনটি অনেক সময় সংখ্যা গুলিয়ে ফেলে। এ প্রসঙ্গে জার্মান গবেষক ডেভিড ক্রিজেল জানিয়েছেন, জেরক্সের ফটোকপিয়ার অনেক ক্ষেত্রে ৬ সংখ্যাটিকে বদলে ৮ এবং ৮ কে ৬ হিসেবে কপি করে ফেলে। অনেকে আবার জেরক্স কপিয়ারের কমপ্রেশন সফটওয়্যারে ত্রুটির কথাও বলেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। জার্মানির কম্পিউটার বিশেষজ্ঞ ক্রিজেল সম্প্রতি জেরক্সের ফটোকপিয়ারে ত্রুটি আবিষ্কার করেন। তাঁর অভিযোগ, একটি ভবন বানানোর পরিকল্পনা জেরক্সের ফটোকপিয়ারে কপি করার পর, তিনি তা দেখে একটি ঘর বানিয়েছেন যাতে পুরো নকশাই বদলে গেছে। ক্রিজেল আশঙ্কা করছেন, গুরুত্বপূর্ণ তথ্য কপি করার সময় ফটোকপিয়ারে ত্রুটির কারণে তথ্যে হেরফের হয়ে নানা সমস্যা তৈরি করতে পারে। তিনি জেরক্সের দুটি মডেলে এ ত্রুটি পেয়েছেন। তার একটি হচ্ছে জেরক্স ওয়ার্কসেন্টার৭৫৩৫ ও ৭৫৫৬ মডেল। জেরক্স কর্তৃপক্ষ তাদের ফটোকপিয়ারে ত্রুটি সারতে পদক্ষেপ নেয়নি। তবে শিগগিরই এ ত্রুটি সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দেবে প্রতিষ্ঠানটি।