৮ স্টার্টআপ পেল ১৭ কোটি টাকার বিনিয়োগ

দ্বিতীয় দফায় দেশের ৮টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে ১৭ কোটি টাকার বিনিয়োগ দিচ্ছে সরকার। বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে টেন মিনিট স্কুল, ফ্রন্টিয়ার নিউট্রিশন, হ্যালো টাস্ক, আই ফারমার, লুপ, শাটল, ট্রাক লাগবে ও যান্ত্রিক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এই বিনিয়োগ দিচ্ছে।

মুজিব শতবর্ষ উপলক্ষে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের অধীনে এ বিনিয়োগের ঘোষণা দেওয়া ও চুক্তি স্বাক্ষর হয়।

সরকার ২০১৯ সালে পাঁচ শ কোটি টাকা মূলধনের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে অনুমোদন দেয়। আইসিটি বিভাগ জানায়, ২০২১-২২ অর্থবছরে এই কোম্পানি থেকে ৫০টি স্টার্টআপ প্রতিষ্ঠানে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। গত বছরের ৩১ মার্চ প্রথমবারের মতো ৭টি কোম্পানিকে ১৫ কোটি টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। সরকার তরুণদের জন্য নানা কাজও করছে। নতুন নতুন স্টার্টআপগুলোতে প্রাথমিক বিনিয়োগও করছে আইসিটি বিভাগ। তিনি বলেন, নতুন স্টার্টআপগুলো দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে অন্তত ৫টি বিলিয়ন ডলার স্টার্টআপ হবে বলেও প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

দেশের বাজারে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো একসময় নেতৃত্বদানের পর্যায়ে আসবে বলে জানান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ। তিনি বলেন, সঠিক কোম্পানিতেই যেন বিনিয়োগ হয়, সে জন্য কঠোর নিয়মনীতি অনুসরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. আবদুল মান্নান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাককো) সভাপতি ওয়াহিদ শরিফ ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফলিও ইনভেস্টমেন্ট প্রধান হাসান এ আরিফ।