'আখিরাত' শব্দের অর্থ পরকালীন জীবন

সঠিক উত্তর-প্রশ্ন  অংশ-৭
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-১
৬০. ‘আখিরাত’ শব্দের অর্থ কী?
ক. ইহকালীন জীবন খ. পরকালীন জীবন
গ. বর্তমানকালের জীবন
ঘ. অতীতকালের জীবন
উত্তর: খ. পরকালীন জীবন
৬১. আখিরাত বা পরকালীন জীবনের প্রথম স্তর কোনটি? ক. কবর খ. হাশর গ. কিয়ামত
ঘ. জান্নাত ও জাহান্নাম
উত্তর: ক. কবর
৬২. ‘সওয়াল ও জওয়াব’ শব্দের অর্থ কী?
ক. শান্তি ও আরাম খ. প্রশ্ন ও উত্তর
গ. জানা ও অজানা ঘ. আজাব ও শাস্তি
উত্তর: খ. প্রশ্ন ও উত্তর।
৬৩. ‘আজাব’ শব্দের অর্থ কী?
ক. শান্তি খ. শাস্তি গ. জান্নাত ঘ. জাহান্নাম
উত্তর: খ. শাস্তি
৬৪. কবরের জীবনে কারা সুখী হবে?
ক. যারা প্রচুর ধনসম্পত্তির মালিক
খ. যারা দরিদ্র মানুষকে সাহায্য করেনি
গ. যাদের ভেতরে অহংকার
ঘ. যারা সওয়ালের সঠিক জওয়াব দিতে পারবে
উত্তর: ঘ. যারা সওয়ালের সঠিক জওয়াব দিতে পারবে
৬৫. কিয়ামতে কোনটি ঘটবে?
ক. সকল মানুষ সুস্থ হয়ে যাবে
খ. প্রচুর ঝড়বৃষ্টি হবে
গ. পৃথিবীসহ সবকিছু ধ্বংস হয়ে যাবে
ঘ. মানুষ পাগল হয়ে যাবে
উত্তর: গ. পৃথিবীসহ সবকিছু ধ্বংস হয়ে যাবে
৬৬. কিয়ামতের ভয় আমাদের কোনটি থেকে বিরত রাখবে?
ক. টাকাপয়সা ও ধনসম্পত্তি থেকে
খ. সকল জ্ঞানার্জন থেকে
গ. সকল খারাপ কথা ও কাজ থেকে
ঘ. সকল বৈধ কর্ম থেকে
উত্তর: গ. সকল খারাপ কথা ও কাজ থেকে
৬৭. আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালো-মন্দ, পাপ-পুণ্য সবকিছু লিখে রাখা হয়। একে কী বলে?
ক. মিজান খ. আমলনামা গ. কিয়ামত ঘ. হাশর
উত্তর: খ. আমলনামা
৬৮. যেসব ফেরেশতা আমাদের আমলনামা লিখে রাখেন, সেই ফেরেশতাদের কী বলা হয়?
ক. নবী ও রাসূল খ. মহাজ্ঞানী
গ. হজরত জিবরাইল (আ.)
ঘ. কিরামান কাতেবিন
উত্তর: ঘ. কিরামান কাতেবিন।
৬৯. ‘মিজান’ শব্দের অর্থ কী? ক. আগুন
খ. পরিমাপক যন্ত্র গ. ইহকাল ঘ. পরকাল
উত্তর: খ. পরিমাপক যন্ত্র
৭০. কোনটি চির শান্তির স্থান?
ক. স্কুল-কলেজ খ. জান্নাত বা বেহেশত
গ. জাহান্নাম বা দোজখ ঘ. বাসভবন
উত্তর: খ. জান্নাত বা বেহেশত।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল