বহুনির্বাচনী প্রশ্ন অংশ-১
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-১
১. আল্লাহ তাআলার আনুগত্যের জন্য কী প্রয়োজন বলে তুমি মনে করো?
ক. রাসূল (সা.) খ. ইমান গ. আমল ঘ. জ্ঞান
উত্তর: খ. ইমান
২. কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা
উত্তর: ক. সর্বশক্তিমান
৩. কে একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী?
ক. মহান আল্লাহ তাআলা খ. রাজা-বাদশাহ
গ. বৈজ্ঞানিক ঘ. ডাক্তার
উত্তর: ক. মহান আল্লাহ তাআলা।
৪. মহাকাশ, বিশাল পৃথিবী, পাহাড়-পর্বত, নদী-সাগর, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, জীবজন্তু এগুলোর দিকে মন দিয়ে তাকালে বোঝা যাবে যে এগুলো—
ক. আপনা-আপনি তৈরি হয়নি
খ. আপনা-আপনি তৈরি হয়েছে
গ. বিজ্ঞানীরা সৃষ্টি করেছে ঘ. কেউ সৃষ্টি করেনি
উত্তর: ক. আপনা-আপনি তৈরি হয়নি।
৫. আল্লাহ তাআলার আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য কী?
ক. ওয়াজিব খ. ফরজ গ. সুন্নাত ঘ. নফল
উত্তর: খ. ফরজ।
৬. আল্লাহ তাআলার বিধান লেখা আছে—
ক. তুর পাহাড়ে খ. মক্কায়
গ. মদিনায় ঘ. কোরআন মজিদে
উত্তর: ঘ. কোরআন মজিদে।
৭. কোনটি সম্পর্কে জানা ও ইমান থাকা দরকার?
ক. মানুষ জন খ. নদী-সাগর
গ. রাত-দিন ঘ. জান্নাত, জাহান্নাম
উত্তর: ঘ. জান্নাত, জাহান্নাম
৮. ‘ইমান’ শব্দের অর্থ কী?
ক. আখিরাত খ. বিশ্বাস স্থাপন
গ. বার্তা বহন ঘ. পরিমাপ যন্ত্র
উত্তর: খ. বিশ্বাস স্থাপন।
৯. যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে ও অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে কী বলা হয়?
ক. ইমান খ. আকাইদ গ. মুমিন ঘ. ফরজ
উত্তর: গ. মুমিন।
১০. নবী-রাসূলগণকে মান্য করলে কী হবে?
ক. আখিরাতে শান্তি পাওয়া যাবে
খ. আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন
গ. পথ থেকে বিচ্যুত হবেন
ঘ. কোনটি নয়
উত্তর: খ. আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন
১১. নবী-রাসূলকে জ্ঞানদানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম কী?
ক. ওহি খ. হেকমত গ. কুদরত ঘ. রাজ্জাক
উত্তর: ক. ওহি।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল