'খলিলুল্লাহ' অর্থ আল্লাহর বন্ধু

সঠিক উত্তর  অংশ-২৯

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
৪৭. কোনটির জন্য হজরত নূহ (আ.) সারা জীবন সংগ্রাম করেছেন?
ক. ধনসম্পদের জন্য
খ. আল্লাহ তাআলার দীন প্রচারের জন্য
গ. সন্তানের জন্য ঘ. সত্যবাদিতার জন্য
উত্তর: খ. আল্লাহ তাআলার দীন প্রচারের জন্য
৪৮. হজরত ইব্রাহিম (আ.) কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
ক. মক্কায় খ. মদিনায়
গ. মিসরে ঘ. ইরাকে
উত্তর: ঘ. ইরাকে
৪৯. ‘খলিলুল্লাহ’ কার উপাধি ছিল?
ক. হজরত আদম (আ.) খ. হজরত ইসমাইল (আ.) গ. হজরত ইব্রাহিম (আ.)
ঘ. হজরত নূহ (আ.)
উত্তর: গ. হজরত ইব্রাহিম (আ.)
৫০. ‘খলিলুল্লাহ’ শব্দের মানে কী?
ক. সত্যবাদী খ. আল্লাহ তাআলার বন্ধু
গ. মহানবী (সা.)-এর বন্ধু
ঘ. মুমিনদের বন্ধু
উত্তর: খ. আল্লাহ তাআলার বন্ধু
৫১. অসীম সাহসী এবং অসাধারণ বীরত্বের অধিকারী ছিলেন কে?
ক. হজরত মূসা (আ.)
খ. হজরত ইব্রাহিম (আ.)
গ. হজরত দাউদ (আ.)
ঘ. হজরত সোলায়মান (আ.)
উত্তর: গ. হজরত দাউদ (আ.)
৫২. হজরত দাউদ (আ.)-এর ওপর কোন আসমানি কিতাব নাজিল হয়?
ক. ইঞ্জিল খ. যাবুর
গ. তাওরাত ঘ. কোরআন
উত্তর: খ. যাবুর
৫৩. হজরত দাউদ (আ.)-এর বিচারব্যবস্থা কেমন ছিল?
ক. নিখুঁত ও নিরপেক্ষ খ. অতি সাধারণ
গ. অন্যায় ও অত্যাচারিত
ঘ. সবগুলোই সঠিক
উত্তর: ক. নিখুঁত ও নিরপেক্ষ
৫৪. আল্লাহ তাআলার কুদরতে কে লোহাকে নরম করে লৌহবর্ম তৈরি করতেন?
ক. হজরত দাউদ (আ.)
খ. হজরত সোলায়মান (আ.)
গ. হজরত নূহ (আ.)
ঘ. হজরত ইব্রাহিম (আ.)
উত্তর: ক. হজরত দাউদ (আ.)
৫৫. হজরত সোলায়মান (আ.) আল্লাহ তাআলার হুকুমে বৃদ্ধ বয়সে কোনটি নির্মাণ করেন?
ক. বায়তুল মুকাদ্দাস খ. কাবা শরিফ
গ. বায়তুল আমান ঘ. মসজদি
উত্তর: ক. বায়তুল মুকাদ্দাস।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল