যশোরে চলছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার বুটক্যাম্প

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার বুটক্যাম্পে ১০৫টি স্টার্টআপ অংশ নেয়সংগৃহীত

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) প্রতিযোগিতায় নিবন্ধিতদের মধ্য থেকে বাছাই করা নতুন উদ্ভাবনী উদ্যোগের উদ্যোক্তাদের নিয়ে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চলছে বিশেষ কর্মশালা (বুটক্যাম্প)। গত শুক্রবার শুরু হওয়া তিন দিনের এ বুটক্যাম্পে ১০৫টি স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বিভিন্ন প্রশিক্ষণ ও দিক নির্দেশনাও পাচ্ছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

গতকাল শনিবার এক ভিডিও বার্তায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ বছর বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার জন্য প্রায় সাত হাজার উদ্যোক্তা আবেদন করেছেন। গত ছয়-সাত বছরে তরুণ উদ্যোক্তাদের গুণগতমান অনেক বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত গর্বের বিষয়। উপযুক্ত প্রশিক্ষণ এবং সহযোগিতা পেলে নতুন উদ্যোক্তারা আরও ভালো করবেন। প্রযুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার আয়োজন করেছে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প। প্রতিযোগিতায় বিজয়ী স্টার্টআপ প্রতিষ্ঠান কোটি টাকা অনুদান পাবে। এছাড়াও আরও ৫০ সেরা স্টার্টআপের প্রতিটি ১০ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা পাবে।

বুটক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন, উপপ্রকল্প পরিচালক মিজানুর রহমান, প্রতিযোগিতার মুখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী প্রমুখ।