নেপাল ও পূর্ব আফ্রিকায় বাংলাদেশের ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার

বাংলাদেশের ডিজি নোভা লিমিটেডের তৈরি ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার দেশের গণ্ডি পেরিয়ে নেপাল ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তৈরি ডিজিটাল হিসাব সংরক্ষণ ও পরিচালনার সফটওয়্যারটি কাজে লাগিয়ে সহজেই অনলাইন বা সরাসরি পণ্য কেনাবেচার তথ্য সংরক্ষণসহ মজুতের হিসাব রাখা যায়। পণ্যের বারকোড বা ক্রমিক নম্বর প্রিন্ট ও স্ক্যান করারও সুযোগ মিলে থাকে। আর তাই খুচরা ও পাইকারি ব্যবসা পরিচালনার সঙ্গে যুক্ত উদ্যোক্তারা সফটওয়্যারটি ব্যবহার করে স্বচ্ছন্দে ব্যবসা করতে পারেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজি নোভা লিমিটেড।

ডিজি ক্যাশিয়ার সফটওয়্যারটি কেনার বদলে প্রতি মাসে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যবহার করা যায়। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এককালীন বেশি অর্থ খরচ করতে হয় না। আর তাই ২০২০ সালে বাজারে আসার পর সফটওয়্যারটি দ্রুত দেশের উদ্যোক্তাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় বিদেশের উদ্যোক্তাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে সফটওয়্যারটি।

ডিজি নোভা লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা মো. মতিউর রহমান বলেন, কম খরচে স্বচ্ছন্দে ব্যবহারের সুযোগ থাকায় উদ্যোক্তাদের আস্থা অর্জন করেছে ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার। এবার দেশের গণ্ডি পেড়িয়ে নেপাল ও পূর্ব আফ্রিকাতেও ডিজি ক্যাশিয়ারের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। শিগগিরই আরও কয়েকটি দেশে সফটওয়্যারটি পাওয়া যাবে।