অপারেটিং সিস্টেম তৈরির জন্য আইবিএমের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি

অপারেটিং সিস্টেম তৈরির জন্য আইবিএমের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি হয়।

পিসির জন্য এমএস–ডস অপারেটিং সিস্টেম
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৬ নভেম্বর ১৯৮০
অপারেটিং সিস্টেম তৈরির জন্য আইবিএমের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের তৎকালীন নতুন কম্পিউটার আইবিএম পিসি চালানোর সফটওয়্যার (অপারেটিং সিস্টেম) তৈরির জন্য চুক্তি করে মাইক্রোসফট করপোরেশন। এই আইবিএম পিসি পারসোনাল কম্পিউটারের বাজার সৃষ্টি করে। সাধারণ ব্যবহারকারীদের কাছে কম্পিউটার জনপ্রিয় করে তোল। বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত মাইক্রোসফট তৈরি করে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, যা এমএস–ডস নামে পরিচিত। সিয়াটলভিত্তিক মাইক্রোসফট তাদের আগের একটি সফটওয়্যার ভিত্তি করে এমএস ডস তৈরি করেছিল।

জেরি ইয়ং
উইকিমিডিয়া

৬ নভেম্বর ১৯৬৮
ইয়াহুর জেরি ইয়ংয়ের জন্ম
একসময়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি চিহ–ইয়ান ইয়াং তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন। তাইওয়ানিজ বংশোদ্ভূত জেরি ইয়াং একজন কম্পিউটার প্রোগ্রামার উদ্যোক্তা ও বিনিয়োগকারী। তিনি ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। নেটওয়ার্ক পণ্য নির্মাতা সিসকোর পরিচালনা পর্ষদের সদস্যও তিনি। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ৫৫ বছর বয়সী জেরি ইয়ং এএমই ক্লাউড ভেঞ্চারসের একজন প্রতিষ্ঠাতা অংশীদার। গত জুলাই মাস পর্যন্ত হিসাবে জেরির সম্পদের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার।