অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউব কি সত্যিই ভিডিওর গতি কমিয়ে দিচ্ছে

অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউব ভিডিওর গতি কমিয়ে দিচ্ছে বলে অনলাইনে গুজব ছড়িয়ে পড়েছেরয়টার্স

ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। এমনকি আকারে বড় ভিডিওতে একাধিকবার দীর্ঘ বিজ্ঞাপনও দেখতে হয় ব্যবহারকারীদের। তাই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাড ব্লকার ব্যবহার করেন। কিন্তু অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউব ভিডিওর গতি কমিয়ে দিচ্ছে বলে অনলাইনে গুজব ছড়িয়ে পড়েছে।

অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করে সহজেই বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যায়। তবে প্রতি মাসে অর্থ খরচ না করে গোপনে অ্যাড ব্লকার ব্যবহার করেন অনেকেই। আর তাই অ্যাড ব্লকারের ব্যবহার ঠেকাতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে ইউটিউব। সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব রটেছে, অ্যাড ব্লকার ব্যবহার করলেই ভিডিওর স্বাভাবিক গতি কমিয়ে দিচ্ছে ইউটিউব। এ কারণে চাইলেও বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যাচ্ছে না।

ভিডিওর গতি কমানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউটিউব। তবে এর আগেও অ্যাড ব্লকার নিষ্ক্রিয় বা প্রিমিয়াম সুবিধা ব্যবহারে বাধ্য করতে বিভিন্ন সময় নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই অনলাইনে চলা গুজবটি সত্যি হতে পারে বলে ধারণা করছেন ইউটিউব ব্যবহারকারীরা।
সূত্র: ম্যাশেবল