জুমের এন্ড–টু–এন্ড এনক্রিপশন ভাঙতে পারবে না কোয়ান্টাম কম্পিউটারও

নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে জুমরয়টার্স

পোস্ট কোয়ান্টাম এন্ড–টু–এন্ড এনক্রিপশন (ইটুইই) প্রযুক্তিসুবিধা চালু করেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ফলে জুম বৈঠকের তথ্য এখন আরও সুরক্ষিত থাকবে। কোয়ান্টাম কম্পিউটার দিয়েও এই সুরক্ষাব্যবস্থা ভেঙে তথ্য চুরি করা যাবে না।

এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুরক্ষাব্যবস্থা চালু থাকলে সাধারণ কম্পিউটারের মাধ্যমে এনক্রিপশন করা তথ্যের অ্যালগরিদম ভাঙা যায় না। ফলে তথ্য নিরাপদ থাকে। তবে কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে এনক্রিপটেড করা তথ্যের অ্যালগরিদম ভাঙা সম্ভব। নতুন এই সুবিধা চালুর ফলে এখন থেকে কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করেও এনক্রিপশন করা তথ্যের অ্যালগরিদম ভাঙা যাবে না।

জুম জানিয়েছে, পোস্ট কোয়ান্টাম এনক্রিপশন চালুর জন্য কাইবার ৭৬৮ অ্যালগরিদম ব্যবহার করে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তি আরও উন্নত হলেও তথ্য সুরক্ষিত থাকবে। জুমের এই অ্যালগরিদম ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) স্বীকৃত।

উল্লেখ্য, আইমেসেজের বার্তা সুরক্ষিত রাখতে এরই মধ্যে পোস্ট কোয়ান্টাম এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছে অ্যাপল। এ জন্য আইফোনের জন্য ‘পিকিউ-থ্রি’ নামের পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লিপিং কম্পিউটার