টিকটকে বাংলাদেশি নির্মাতাদের শীর্ষে সামিরা, জুবায়ের, হাবিব, মুজা ও অনুরাধা

টিকটকরয়টার্স

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় ধারা (ট্রেন্ড) ও নির্মাতাদের তালিকা প্রকাশ করেছে ভিডিওনির্ভর সামাজিক মাধ্যম টিকটক। একই ধরনের পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ থেকে জনপ্রিয় নির্মাতাদের তালিকাও করেছে টিকটক। বাংলাদেশে টিকটক ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় রয়েছেন সামিরা খান, জুবায়ের তালুকদার, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, মুজা ও ডা. অনুরাধা দত্ত। সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার ওপরে রয়েছে পিক মাই মেকআপ এবং ট্র্যাডিশনাল কাচ্চি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেটওয়ার্কটি।

আরও পড়ুন

টিকটকের তথ্যমতে, প্রাণবন্ত ভিডিও নির্মাতাদের তালিকায় বাংলাদেশে শীর্ষে রয়েছেন সামিরা খান। শিক্ষামূলক ভিডিওর তালিকায় জুবায়ের তালুকদার, গান ও সাউন্ড ট্র্যাকে শিল্পী হাবিব ওয়াহিদ ও মুজা এবং তরুণ প্রতিভাবান টিকটক নির্মাতার তালিকায় শীর্ষে রয়েছেন ডা. অনুরাধা দত্ত।

আরও পড়ুন

বছরজুড়ে বাংলাদেশে জনপ্রিয় সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার ওপরে ছিল ‘পিক মাই মেকআপ’। ট্রেন্ডটি অনুসরণ করে জনপ্রিয় টিকটক নির্মাতাদের অনেকেই অসংখ্য ভিডিও তৈরি করেছেন। জনপ্রিয় খাবারের ট্রেন্ড ফুডটকের তালিকায় শীর্ষে ছিল ‘ট্র্যাডিশনাল কাচ্চি’।

আরও পড়ুন

তালিকা তৈরির বিষয়ে প্রথম আলোকে এক বার্তায় টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ গবেষণা ও প্রবণতা বিশ্লেষণের ওপর ভিত্তি করেই এ তালিকা তৈরি করা হয়েছে। আর তাই এ তালিকার সঙ্গে ভিডিও র‍্যাঙ্কিংয়ের কোনো সম্পর্ক নেই। এ ক্ষেত্রে ভিডিওর বিষয়বস্তুর মান, ভিউর সংখ্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও একই পদ্ধতিতে তালিকা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন