২০২২ সালের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ

গুগল তার প্লে স্টোর থেকে নতুন উন্মুক্ত বিভাগটি (নিউ রিলিজ সেকশন) সরিয়ে নিয়েছে। এখন নতুন উন্মুক্ত হওয়া অ্যাপ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তবে সংবাদভিত্তিক প্রযুক্তি ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এ বছর উন্মুক্ত হওয়া সেরা অ্যান্ড্রয়েড অ্যাপের একটি তালিকা করেছে। দেখে নেওয়া যাক তালিকা—

স্টিম

অনলাইনে গেম বিতরণকারী অ্যাপটি বেশ পুরোনোই। তবে চলতি বছর বেশ কিছু নতুন সুবিধা যোগ করার পাশাপাশি নকশাও সম্পূর্ণ নতুন করেছে। এ ছাড়া এতে নিউজ ফিডও যোগ হয়েছে, যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে নিউজ দেখতে পাবেন। খোঁজ রাখতে পারবেন পছন্দের গেমসের।

বিরিয়েল

ছবি আদান-প্রদানের অ্যাপ বিরিয়েল। এ অ্যাপের ক্যামেরা ছবি ফিল্টার করে না। এ ছাড়া এর সামনের ও পেছনের ক্যামেরা একসঙ্গে কাজ করে।

সিম্পল কি–বোর্ড

এটি একটি সাধারণ কি–বোর্ড অ্যাপ। এ কি–বোর্ডে আপনি কিছু জিনিস নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। যাঁদের অনেক সুবিধাযুক্ত কি–বোর্ড দরকার নেই, তাঁরা এটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এটি আপনার গোপনীয়তাও রক্ষা করবে।

মাস্টোডন

এ মুহূর্তে যেন টুইটারে বিকল্প হয়ে উঠছে মাস্টোডন। চলতি বছর মাস্টোডনের পূর্ণাঙ্গ অ্যাপ উন্মুক্ত হয়। নতুন ব্যবহারকারীরা প্রথমে বুঝতে একটু সমস্যায় পড়বেন। তবে মোটাদাগে এটা টুইটারের মতোই।

ডেইলি ডায়েরি: জার্নাল উইথ লক

ডায়েরি অ্যাপ। এতে দৈনন্দিন জীবনের নানা চিন্তাভাবনা চিরকুট আকারে লিখে রাখা যায়। আর তা পাসওয়ার্ড, আঙুলের ছাপ বা ফেস আইডি দিয়ে নিরাপদেও রাখা যায়। চাইলে ছবিও যোগ করা যায়।

লিটল লাঞ্চেস-মিল প্লানিং

খাবার পরিকল্পনার এ অ্যাপ বড় পরিবারের জন্য বেশ উপকারী। বিশেষ করে কখন কোন খাবার কে খাবে, সেই পরিকল্পনার জন্য এ অ্যাপ ব্যবহার করা হয়। এ ছাড়া এ অ্যাপে কেনাকাটার তালিকা এবং অনলাইনে খাবার অর্ডারও করা যায়।

প্ল্যান্ট প্যারেন্ট: প্ল্যান্ট কেয়ার গাইড

গাছপালা পরিচর্যা ব্যবস্থাপনার অ্যাপ। কখন কোন গাছে পানি দিতে হবে, কতটুকু সূর্যের আলো গাছের জন্য উপকারীসহ নানা বিষয়ে তথ্য দেবে এ অ্যাপ। এ ছাড়া অচেনা গাছ চিনতেও সাহায্য করবে।

স্লিপ ফ্রুটস: কাম মেডিটেশন

এ অ্যাপ ব্যবহারকারীকে শান্ত ও সুখী জীবনযাপনে সাহায্য করে। ধ্যানচর্চার এ অ্যাপে অনেক ধরনের গান এবং গল্প আছে, যা ব্যবহারকারীকে সারা রাত বিশ্রাম নিতে এবং সঠিক মেজাজে রাখতে সাহায্য করবে।

উইজেটশেয়ার

এটি ছোট চটকদার উইজেট, যা পুরো পরিবার উপভোগ করতে পারে। ফোনের পর্দায় ছবির এই উইজেটে ইচ্ছা অনুযায়ী ছবি ব্যবহার করা যায় এবং তা বন্ধু, পরিবারের সঙ্গে শেয়ার করা যায়।

নোটইট উইজেট: গেট ইট নাউ

চিরকুর, ছবি শেয়ারের অ্যাপ। হাতের লেখা ও আঁকা এ অ্যাপে প্রবেশ করানো যায়। তবে তা করার জন্য উভয়ের এ অ্যাপ ইনস্টল থাকতে হয়।

ব্রিকাইজার: ব্রিক ওয়ালপেপারস

ওয়ালপেপার অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে ফোনের গ্যালারি থেকে ছবি নিয়ে ওয়ালপেপার তৈরি করা যায়। ইচ্ছা অনুযায়ী সেই ওয়ালপেপারের আকারও নির্ধারণ করা যায়।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ