স্বয়ংক্রিয় গণনাযন্ত্র তৈরির জন্য আইবিএমকে হার্ভার্ডের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হওয়ার্ড এইচ এইকেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) লিমিটেডের জে ডব্লিউ ব্রাইসকে স্বয়ংক্রিয় গণনাযন্ত্র তৈরির জন্য চিঠি লেখেন। এ চিঠি আইবিএমকে হার্ভার্ড মার্ক–১ তৈরিতে উদ্বুদ্ধ করে।

হার্ভার্ড মার্ক–১ তৈরি করে আইবিএমকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৩ নভেম্বর ১৯৩৭
স্বয়ংক্রিয় গণনাযন্ত্র তৈরির জন্য আইবিএমকে হার্ভার্ডের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হওয়ার্ড এইচ এইকেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) লিমিটেডের জে ডব্লিউ ব্রাইসকে একটি চিঠি লেখেন। চিঠির বিষয় ছিল গণনা করার বাস্তব সমাধানে স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (ক্যালকুলেটিং মেশিনারি)। এ চিঠি আইবিএমকে হার্ভার্ড মার্ক–১ গণনাযন্ত্র তৈরিতে উদ্বুদ্ধ করে। ফলে তৈরি হয় ৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট উঁচু ও প্রায় পাঁচ টন ওজনের হার্ভার্ড মার্ক–১। এটিকে তখন ‘জায়ান্ট ব্রেইন’ বলা হয়েছিল। এর ইলেকট্রোমেকানিক্যাল অংশ উচ্চগতিতে গুণ ও ভাগ করতে পারত। এটি ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী গণনাযন্ত্র।

নেটওয়ার্ক প্রকৌশলে ইউনিক্স অপারেটিং সিস্টেম বহুল ব্যবহৃত

৩ নভেম্বর ১৯৭১
ইউনিক্সের প্রথম সংস্করণ প্রকাশিত
একসঙ্গে অনেক ব্যবহারকারীর অনেক রকম কাজ করার কম্পিউটার অপারেটিং সিস্টেম ইউনিক্সের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ১৯৬৯ সালে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির উদ্যোগে বেল ল্যাবস রিসার্চ সেন্টারে কেন থম্পসন, ডেনিস রিচি এবং আরও কয়েকজন ইউনিক্স উন্নয়নের কাজ শুরু করেন। প্রথমে এটি এটিঅ্যান্ডটির লাইসেন্স নিয়ে বেল ল্যাবরেটরির ভেতরে ব্যবহার করা যেত। ১৯৭৩ সালে বেল ল্যাবস থেকে বেরিয়ে আসে ইউনিক্স। শিক্ষা ও বাণিজ্যিক কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের ইউনিক্স প্রোগ্রাম তৈরি ও ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (বিএসডি), মাইক্রোসফট (জেনিক্স), সান মাইক্রোসিস্টেমস (সান ওএস/সোলারিস), এইচপি/এইচপিই (এইচপি–ইউএক্স) ও আইবিএম (এআইএক্স)।

কেন থম্পসন (বসা) ও ডেনিস রিচি একসঙ্গে কাজ করছেন
উইকিমিডিয়া

নব্বইয়ের দশকের শুরুর দিকে এটিঅ্যান্ডটি নভেলের কাছে ইউনিক্সের স্বত্ব বিক্রি করে দেয়। এরপর ১৯৯৬ সালে একাধিক কোম্পানির সমন্বয়ে প্রতিষ্ঠিত দ্য ওপেন গ্রুপের কাছে ইউনিক্সের ট্রেডমার্ক বিক্রি করা হয়। ইউনিক্স লেখা হয়েছিল সি ও অ্যাসেম্বলি প্রোগ্রামিং ভাষায়।