হোয়াটসঅ্যাপে কল করে কি ফোন হ্যাক করা যায়

হোয়াটসঅ্যাপরয়টার্স

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজের পাশাপাশি সহজে একে অপরের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করে কি দূর থেকে অন্যের স্মার্টফোন হ্যাক করা যায়? অপরিচিত ব্যক্তিদের ফোনকলে সাড়া না দিলেও কি স্মার্টফোন হ্যাক হতে পারে? সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাভাস্ট অনলাইনে নিরাপদ থাকার বেশ কিছু পদ্ধতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, যার মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ব্যক্তিদের করা প্রশ্নগুলোর উত্তরও রয়েছে। অ্যাভাস্টের ওয়েবসাইট থেকে তথ্যগুলো দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে কল কি নিরাপদ

হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদেরও সরাসরি ফোন করা যায়। ফলে বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল করে স্মার্টফোন হ্যাক করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তবে সেগুলো বেশ আগের। সে সময় হোয়াটসঅ্যাপে থাকা একটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ফোনকলের মাধ্যমে বেশ কয়েকজনের স্মার্টফোন হ্যাক করেছিলেন সাইবার অপরাধীরা। পরে সেই নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে মিসড কল পাঠিয়ে ‘জিরো ক্লিক এক্সপ্লোয়েট’ ধাঁচের সাইবার হামলাও চালিয়েছিল সাইবার অপরাধীরা। জিরো ক্লিক এক্সপ্লোয়েট মূলত একধরনের হ্যাকিং কৌশল। এই কৌশল কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের অজান্তেই তাঁদের স্মার্টফোন হ্যাক করা সম্ভব। তবে হোয়াটসঅ্যাপে মিসড কল পাঠিয়ে স্মার্টফোন হ্যাক করতে না পারলেও গোপনে স্পাইওয়্যার ইনস্টল করতে সক্ষম হয়েছিল সাইবার অপরাধীরা। পরে সেই নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সরাসরি ফোনকল করে কি স্মার্টফোন হ্যাক করা যায়

সরাসরি ফোনকলের মাধ্যমে সাধারণত স্মার্টফোন হ্যাক করা যায় না। তবে ফোনকলের মাধ্যমে বিভিন্ন কৌশলে ম্যালওয়্যারযুক্ত ওয়েবসাইটে প্রবেশ করাতে পারেন সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, ফোনকলের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ব্যবহারকারী ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন তথ্যও সংগ্রহ করে থাকেন তাঁরা। পরে তথ্যগুলো কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো হয়।

ফোনকলের মাধ্যমে হ্যাকড হওয়ার শঙ্কা না থাকলেও সাইবার অপরাধীদের পাঠানো বিভিন্ন ওয়েবসাইটের লিংকে ক্লিক করলে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। পরে এই ম্যালওয়্যারের মাধ্যমে স্মার্টফোন হ্যাক করতে পারেন সাইবার অপরাধীরা। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে অপরিচিত ব্যক্তিদের ফোনকলে সাড়া না দেওয়ার পাশাপাশি অন্যদের পাঠানো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, অনলাইনে কিউআর কোড স্ক্যান বা ব্যক্তিগত এবং আর্থিক তথ্য আদান-প্রদানেও সতর্ক থাকতে হবে।

সূত্র: অ্যাভাস্ট ডটকম

আরও পড়ুন