৬ সেপ্টেম্বর ১৯৯৭
গ্রেস হপারের নামে মার্কিন নৌবাহিনীর জাহাজ
রিয়ার অ্যাডমিরাল গ্রেস মারি হপারের নামে মার্কিন নৌবাহিনীর (ইউএস নেভি) একটি জাহাজের নামকরণ করা হয়। ‘ইউএসএস গ্রেস মারি হপার’ নামে সানফ্রান্সিসকোয় এই জাহাজ কমিশন করে ইউএস নেভি। শিক্ষা, ব্যবসা ও সামরিক ক্ষেত্রে দারুণ পেশাজীবন পার করেছেন হপার। কম্পিউটারবিজ্ঞানে নানা বিষয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। হার্ভার্ড মার্ক–১ ও ২ কম্পিউটারের প্রোগ্রাম তৈরিতে তাঁর অবদান রয়েছে। তিনি প্রথম এ–০ কপ্লাইলার তৈরি করেন। তাঁর কাজ থেকেই পরে কোবোল প্রোগ্রামিং ভাষা তৈরি হয়। কম্পিউটার বিজ্ঞানে ‘বাগ’ শব্দটিও তিনি যোগ করেছিলেন। ১৯৯২ সালের ১ জানুয়ারি গেস হপার মারা যান।

একীভূত হওয়ার পর এইচপি–কমপ্যাক

৬ সেপ্টম্বর ২০০১
কমপ্যাক কেনার ঘোষণা দেয় এইচপি
২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান কমপ্যাক কেনার ঘোষণা দেয় অপর কম্পিউটার নির্মাতা হিউলেট–প্যাকার্ড (এইচপি)। তখন বিক্রিবাট্টা কম হওয়ায় পুরো কম্পিউটারশিল্প ধুঁকছিল। তাই এইচপির এই উদ্যোগ ছিল সাহসী। দুই কোম্পানির একীভূত হওয়ার পর এই প্রতিষ্ঠানের রাজস্ব আয় বেড়ে যায়, যা আইবিএমের থেকে কিছুটা কম ছিল।

যুক্তরাষ্ট্রের মেলনো পার্কে ইনস্টাগ্রামের সদর দপ্তর
উইকিমিডিয়া

৬ সেপ্টেম্বর ২০১২
১০০ কোটি ডলারে ইনস্টাগ্রাম কেনে ফেসবুক
ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ইনস্টাগ্রামকে ১০০ কোটি মার্কিন ডলারে কিনে নেয় শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ২০১০ সালের ৫ মার্চ মোবাইল চেক–ইন অ্যাপ হিসেবে বারবন তৈরি করেন কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রেইজার। এরপর তাঁরা ছবিভিত্তিক অ্যাপের দিকে মনোযোগ দেন। তৈরি হয় ইনস্টাগ্রাম। আর এটি দ্রুত জনপ্রিয় হতে থাকে। ইনস্ট্যান্ট ক্যামেরা ও টেলিগ্রাম—এসব শব্দ মিলিয়ে ইনস্টাগ্রাম নামটি হয়।
ইনস্টাগ্রাম বর্তমানে মেটার মালিকানাধীন। এটি এখন ৩২টি ভাষায় পাওয়া যায়।

প্রযুক্তির এই দিনে: ৬ সেপ্টেম্বর