আজকালের মধ্যে বেসিসে নিয়োগ দেওয়া হবে নতুন প্রশাসক, তবে...
সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) আজকালের মধ্যেই নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (অতিরিক্ত দায়িত্ব) মহাপরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ রেহান উদ্দিন। আজ রোববার প্রথম আলোকে তিনি জানান, বেসিসে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে বিষয়টি আজকালের মধ্যে চূড়ান্ত হবে, এটা নিশ্চিত। এককথায় আজকালের মধ্যে বেসিসে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে।
প্রসঙ্গত, ১৪ মে বেসিসের সাধারণ সদস্য তৌফিকুল করিম সুহৃদের করা এক রিট আবেদনের শুনানিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসিসে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না বলে স্টে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ বিষয়ে তৌফিকুল করিম বলেন, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসিসে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না—আদালতের এই নির্দেশনা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। বেসিসের সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কিছু করতে দেব না। এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য মূলত আমি এই রিট করেছিলাম। পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
তবে মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, ‘স্টে অর্ডারের বিষয়ে আমার জানা নেই। আমার কাছে এ বিষয়ক কোনো তথ্য পৌঁছায়নি। আমি আগামীকাল (সোমবার) এ বিষয়ে আপনাকে জানাতে পারব।’
গণ–অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক খাতের মতো সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসেও (বেসিস) পরিবর্তন আসে। গত বছরের ৪ ডিসেম্বর বেসিসের প্রশাসক হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসানকে নিয়োগ দেয় সরকার। প্রশাসককে সহায়তা করতে ও বেসিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য রাফেল কবিরের নেতৃত্বে বেসিস সহায়ক কমিটি গঠন করা হয়। তবে ৩০ এপ্রিল বেসিস সহায়ক কমিটি থেকে রাফেল কবিরের পদত্যা এবং ১ মে রাতে এই সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৪ মে বেসিসের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদী হাসান।
বেসিসের একাধিক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, এটা বেসিসের কালো অধ্যায়। আমরা ভেবেছিলাম, প্রশাসক ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। আসলে হতাশা ছাড়া প্রকাশ করার মতো কিছু নেই। এই সংগঠন নিয়ে যদি সবাই ভাবত, তাহলে প্রশাসকেরও দরকার হতো না। নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারতাম।
এদিকে বেসিস কার্যালয়ে কর্মরত ৩৪ কর্মীও পড়েছেন বিপাকে। বেশ কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘ঈদের বেতন–বোনাস নিয়ে চিন্তায় পড়েছি। ঈদের আগে প্রশাসক বা কেউ দায়িত্ব না নিলে আমাদের বিপদে পড়তে হবে। কিছুই জানি না কী হবে।’