কম্পিউটার ডিভাইস ম্যানেজার থেকে ইউএসবি ড্রাইভার বা ইউএসবি পোর্টের তথ্য জানা যায়

ইউএসবি পোর্ট
ফাইল ছবি

প্রশ্ন: আমার কম্পিউটারে কোনো ইউএসবি পোর্ট কাজ করছে না। ফলে পেনড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক বা ইউএসবি ওয়াই–ফাই নেটওয়ার্ক রিসিভার ব্যবহার করা যায় না। সমস্যার সমাধান কীভাবে করব?

আতিকুল ইসলাম, লালখান বাজার, চট্টগ্রাম।

উত্তর: ইউএসবি পোর্ট কাজ না করলে প্রথমেই কম্পিউটারে ইউএসবি পোর্ট অকার্যকর করা আছে কি না, তা পরীক্ষা করতে হবে। একই সঙ্গে ইউএসবি ড্রাইভার ইনস্টল রয়েছে কি না, তা–ও দেখতে হবে। কম্পিউটার ডিভাইস ম্যানেজার থেকে ইউএসবি ড্রাইভার বা ইউএসবি পোর্টের তথ্য জানা যায়। ইউএসবি পোর্ট চালুর পাশাপাশি ইউএসবি ড্রাইভার ইনস্টল থাকার পরও যদি ইউএসবি পোর্ট কাজ না করে, তবে পিসিআই টু ইউএসবি কার্ড কিনে ব্যবহার করতে হবে।

উত্তর দিয়েছেন—মেহেদী হাসান

কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী