চালু হলো গুগল স্ট্রিট ভিউ

এল গুগল স্ট্রিট ভিউ। মানচিত্রে যে স্থানটি দেখা যাচ্ছে, সেই জায়গা ঘুরেফিরে আসলে দেখতে কেমন—এই সুবিধা যোগ হয় গুগল ম্যাপসে।

গুগল স্ট্রিট ভিউয়ের জন্য এমন গাড়ি দিয়েই বেশি ছবি তোলা হয়গুগল

২৫ মে ২০০৭
এল গুগল স্ট্রিট ভিউ
মানচিত্রে যে স্থানটি দেখা যাচ্ছে, সেই জায়গা ঘুরেফিরে আসলে দেখতে কেমন—এই সুবিধা যোগ হয় গুগল ম্যাপসে। গুগল স্ট্রিট ভিউ নামের এই সুবিধা এমন এক প্রযুক্তি, যেটি বিভিন্ন কোণ থেকে রাস্তার ছবি তুলে ম্যাপসে সেই রাস্তার চতুর্দিকের চিত্র ব্যবহারকারীর কাছে তুলে ধরে। ব্যবহারকারী গুগল স্ট্রিট ভিউতে জায়গাটার সামনে-পেছনে, ডানে-বাঁয়ে কী আছে তা-ও দেখতে পান।

২০০৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের রাস্তার ছবি দিয়ে গুগল স্ট্রিট ভিউ গুগল ম্যাপসে চালু করা হয়। ধীরে স্ট্রিট ভিউতে পুরো পৃথিবীর অসংখ্য রাস্তা, এমনকি গ্রামাঞ্চলও এই সুবিধায় দেখা যায়। গুগল স্ট্রিট ভিউতে ভার্চ্যুয়াল রিয়ালিটি ফটোকে ৩৬০ ডিগ্রি কোনের প্যানারোমিক ছবিতে ব্যবহারকারীকে দেখায়। স্ট্রিট ভিউয়ের বেশির ভাগ ছবি বিশেষ গাড়ি দিয়ে তোলা হয়। তবে কিছু ছবি ট্রাইসাইকেল, উট, নৌকা, স্নোমোবাইল, পানির নিচে ব্যবহারযোগ্য কিছু যন্ত্রপাতি এবং পায়ে হেঁটে তোলা হয়েছে।

গুগল স্ট্রিট ভিউতে কয়েকটি কোণ থেকে দেখা ম্যানচেষ্টারের একটি রাস্তা
উইকিপিডিয়া

২৫ মে ১৯৯৪
প্রথম আন্তর্জাতিক ওয়েব সম্মেলন
পারমাণবিক গবেষণার ইউরোপীয় সংস্থা সার্ন ১৯৯৪ সালের ২৫ মে প্রথম আন্তর্জাতিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্মেলনের আয়োজন করে। সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন প্রাঙ্গণেই এই সম্মেলন চলে ২৭ মে পর্যন্ত। নানারকম তথ্য সংরক্ষণের একটি একক সুবিধার যে ধারণা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লি দিয়েছিলেন, গবেষকেরা এ সম্মেলনে সেটি আরও বিস্তৃত করেন। সম্মেলনে অংশ নেওয়া গবেষকেরা যখন বার্নার্স-লির ওয়েব-ধারণা ও হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (এইচটিএমএল) বুঝতে পারলেন, তখন তাঁদের কয়েকজন ধারণা করেছিলেন, দ্রুতই পৃথিবীর লাখ লাখ মানুষ ওয়েব ব্যবহার করবে। আর তাই-ই হয়েছিল।

প্রথম আন্তর্জাতিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্মেলনের সমাপনী অধিবেশন। ২৭ মে ১৯৯৪
সার্ন