গুগল ক্রোমে নতুন নিরাপত্তা সুবিধা

এইচটিটিপিএস আপগ্রেডস সুবিধা চালু করেছে গুগল ক্রোমছবি: রয়টার্স

বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ওয়েব ঠিকানার শুরুতে এইচটিটিপি (হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল) বা এইচটিটিপিএস (হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল সিকিউর) লেখা দেখা যায়। এইচটিটিপি ঠিকানার ওয়েবসাইটের তথ্য এনক্রিপটেড করা থাকে না, ফলে তথ্য অরক্ষিত থাকে। তাই ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এইচটিটিপি ঠিকানার ওয়েবসাইটকে স্বয়ংক্রিয়ভাবে এইচটিটিপিএস ফরম্যাটে রূপান্তর করে দেবে গুগল ক্রোম। নতুন এ সুবিধা দিতে ‘এইচটিটিপিএস আপগ্রেডস’ সুবিধাও চালু করেছে ব্রাউজারটি।

গুগলের তথ্যমতে, নতুন এই সুবিধা চালুর ফলে এইচটিটিপি ঠিকানার ওয়েবসাইটে থাকা তথ্যগুলোতে স্বয়ংক্রিয়ভাবে এইচটিটিপিএস ইউআরএল যুক্ত হয়ে যাবে। এর ফলে ব্যবহারকারীরা নিরাপদে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ক্রিস থম্পসন জানিয়েছেন, গত জুলাই মাস থেকে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছিল। এখন সব ব্যবহারকারীর জন্যই এ সুবিধা উন্মুক্ত করা হয়েছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরও পড়ুন