ব্যবহারকারীদের একই সঙ্গে সামনে–পেছনের ছবি তোলার সুযোগ দিতে ডুয়েল ক্যামেরা–সুবিধা চালু করেছে স্ন্যাপচ্যাট। এ সুবিধা কাজে লাগিয়ে একই সঙ্গে সামনে–পেছনের ভিডিও করা যাবে। এ জন্য ব্যবহারকারীদের বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। স্ন্যাপচ্যাটের নতুন ক্যামেরা আইকনে ক্লিক করলেই মুঠোফোনের সামনে–পেছনে থাকা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা যাবে।
নতুন এ সুবিধা চালুর জন্য টুলবারের ডান পাশে নতুন একটি ক্যামেরা আইকন যুক্ত করেছে স্ন্যাপচ্যাট। দুটি ক্যামেরার ছবি দিয়ে তৈরি এ আইকনে ক্লিক করলেই মুঠোফোনের সামনে–পেছনে থাকা ক্যামেরা চালু হবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ছবি বা ভিডিও করতে পারবেন। ছবি বা ভিডিওগুলো স্ন্যাপচ্যাটে বিনিময় করে নিজেদের অবস্থানের ছবি বন্ধুদের আরও ভালোভাবে দেখানো যাবে।
প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ডুয়েল ক্যামেরা–সুবিধা ব্যবহার করা যাবে। আইফোন এক্সআর থেকে পরবর্তী মডেলের আইফোনে এ সুযোগ মিলবে। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে স্ন্যাপচ্যাট।
উল্লেখ্য, স্টোরিজ ফিডে বিনিময় করা ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় স্ন্যাপচ্যাট। সম্প্রতি ‘পেইড সাবস্ক্রিপশন’ নামে নতুন সেবাও চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। সেবাটি কাজে লাগিয়ে স্ন্যাপচ্যাটে আসতে যাওয়া বিভিন্ন সুবিধা উন্মুক্ত হওয়ার আগেই পরখ করার সুযোগ মিলে থাকে।
সূত্র: টেক ক্র্যাঞ্চ