ফ্রিল্যান্সারদের কর দিতে হবে না, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ কর না কাটার নির্দেশনা দিয়ে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর উদ্দেশে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের (এফইপিডি) পরিচালকের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ১২৪ ধারা এর (২) (আ) এবং ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২১ অনুযায়ী ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটা যাবে না।
এ বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ প্রথম আলোকে বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, ফ্রিল্যান্সারদের কোনো কর দিতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ফ্রিল্যান্সারদের উৎসাহ প্রদান করছেন এবং তাঁদের পাশে রয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি প্রজ্ঞাপনের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ কর দিতে হবে।