প্রযুক্তির এই দিনে: ১৪ অক্টোবর
ব্রিটিশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত
কম্পিউটার পেশাজীবীদের নিয়ে ১৯৫৭ সালের ১৪ অক্টোবর যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিসিএস আইইইই কম্পিউটার সোসাইটির অধিভুক্ত।
১৪ অক্টোবর ১৯৫৭
ব্রিটিশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত
কম্পিউটার পেশাজীবীদের নিয়ে ১৯৫৭ সালের ১৪ অক্টোবর যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিসিএস তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জনিয়ারসের আইইইই কম্পিউটার সোসাইটির অধিভুক্ত।
বিসিএস ২০০৯ সাল থেকে যুক্তরাজ্যের তথ্যপ্রযুক্তিবিষয়ক রাজকীয় স্বীকৃতিপ্রাপ্ত সংগঠন। এটি তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রের পেশাজীবীদের প্রতিনিধিত্ব করে। বিসিএস তথ্যপ্রযুক্তি পেশাজীবী কম্পিউটার বিজ্ঞানী, সফটওয়্যার প্রকৌশলী, কম্পিউটার প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
১৯৫৭ সালে বিসিএসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন স্যার মরিস উইলকস। ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী মরিস ভিনসেন্ট উইলকস ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটরে (এডস্যাক) অন্যতম উদ্ভাবক। এডস্যাক ছিল প্রোগ্রাম সংরক্ষণ করা যায় প্রথমদিককার এমন কম্পিউটারের একটি। এ ছাড়া মরিস উইলকস মাইক্রো প্রোগ্রামিং পদ্ধতিও উদ্ভাবন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি