বিমান দুর্ঘটনায় স্তব্ধ সামাজিক যোগাযোগমাধ্যম
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ দেশজুড়ে শোক দিবস পালন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করে বিভিন্ন ছবি, তথ্য, আহত ও নিহতদের চিকিৎসাসংক্রান্ত তথ্য শেয়ার ও পোস্ট করেছেন ব্যবহারকারীরা।
শোকবার্তা
ফেসবুকে অনেকেই শোক প্রকাশ করে নিজেদের প্রোফাইলে কালো রঙের ছবি দিয়েছেন। সিলেটের প্রযুক্তিবিদ সৈয়দ রেজওয়ানুল হক লিখেছেন, ‘পুরো দুর্ঘটনার বিষয়টি মেনে নিতে পারছি না। নিজের শোকের কথা ফেসবুকে স্টোরির মাধ্যমে প্রকাশ করেছি।’ তরুণ পেশাজীবী রুবায়াত রুম্মান লিখেছেন, ‘এ দুর্ঘটনার জন্য কাকে দোষী বলা যায়?’ ফেসবুক ইনফ্লুয়েন্সার মাশরুর ইনান কিটো ভাই শোকের চিহ্ন প্রকাশ করে নিজের কষ্টের কথা স্টোরি আকারে প্রকাশ করেছেন। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক তাঁর ফেসবুক পেজে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘মাইলস্টোনের ভিডিও ফুটেজগুলো আর সহ্য করা যাচ্ছে না! আল্লাহ স্কুলের বাচ্চাগুলো আর তাদের মা-বাবাকে নিরাপদে রাখুক।’ তাঁর এই পোস্টে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন অন্য ব্যবহারকারীরা।
ফেসবুকে অনেকেই বিভিন্ন ছবি, ভিডিওসহ নিজের অভিজ্ঞতা, তথ্য ও সংবাদ প্রকাশ করেছেন। হ্যাশট্যাগ মাইলস্টোন দিয়ে ফেসবুকে প্রায় ৪৪ লাখ পোস্ট প্রকাশিত হয়েছে আজ বিকেল পর্যন্ত। ‘হ্যাশট্যাগ মাইলস্টোন প্লেন ক্র্যাশ’ দিয়ে অন্যদের পোস্ট শেয়ারও করেছেন অনেকে। ‘মাইলস্টোন ট্র্যাজেডি’ হ্যাশট্যাগ দিয়ে প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন। শুধু তা–ই নয়, ‘মাইলস্টোন প্লেন ক্র্যাশ’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট শেয়ার করেছেন প্রায় ১ লাখ ৯৭ হাজার মানুষ।
ইউটিউবে গত ২৪ ঘণ্টায় ‘হ্যাশট্যাগ মাইলস্টোন’ দিয়ে প্রায় ৮৮ হাজার ভিডিও প্রকাশ করা হয়েছে। ‘প্রে ফর ঢাকা’ হ্যাশট্যাগ দিয়েও কয়েক শ ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে বিভিন্ন ধরনের মতামত ও শোকবার্তা প্রকাশ করা হয়েছে। গুগল ট্রেন্ডে গত ২৯ ঘণ্টায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে বিভিন্ন বিষয় সার্চ করেছেন অনেকে। টিকটকে ‘মাইলস্টোন’ হ্যাশট্যাগ দিয়ে প্রায় ২ লাখ ৯০ হাজার ভিডিও প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। খুদে ব্লগ লেখার সাইট এক্সেও মাইলস্টোন–সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেখা গেছে। ‘হ্যাশট্যাগ মাইলস্টোন’, ‘ঢাকা ক্র্যাশ’, ‘ঢাকা প্লেন ক্র্যাশ’, ‘বাংলাদেশ এয়ারফোর্স’ লিখে এসব পোস্ট ও ছবি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা।
এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি
দুর্ঘটনার পর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েক শ ভুয়া ভিডিও দেখা গেছে, যা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। এআই প্রম্পটের মাধ্যমে মাইলস্টোন কলেজের ক্যাম্পাস ও বিমানবাহিনীর বিমানের বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করেছেন অনেকে। কৃত্রিমভাবে তৈরি ছবিতে শিশুদের বিভিন্ন আবেগীয় মুহূর্তও তুলে ধরেছেন কেউ কেউ।