উইন্ডোজেই আছে ভাইরাস স্ক্যানার

উইন্ডোজে
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

কম্পিউটারে ভাইরাস আছে কি না, বুঝব কীভাবে। ভাইরাস থাকলে কী করব?—মোবাশ্বির নেহাল

সমাধান: উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলা কম্পিউটারে ‘উইন্ডোজ সিকিউরিটি’ নামে ভাইরাস স্ক্যানার রয়েছে। এটি কাজে লাগিয়ে কম্পিউটারে ভাইরাস শনাক্ত করা যায়। স্ক্যানারটি চালুর জন্য প্রথমে Windows Security অপশনে প্রবেশ করে Virus and Threat protection নির্বাচন করতে হবে। এবার Current theat অপশন থেকে Quick Scan, Full Scan, Custom Scan, Microsoft Defender Offline Scan অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করতে হবে। ভাইরাস শনাক্ত হলে বার্তা দিয়ে জানান দেবে স্ক্যানারটি।

কম্পিউটারে ভাইরাস আক্রমণ ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। বাজারে ৫০০ থেকে ৩ হাজার টাকার বিনিময়ে ভালো মানের অ্যান্টিভাইরাস পাওয়া যায়।

উত্তর দিয়েছেন জাহিদ হাসান, সিস্টেম প্রকৌশলী

প্রশ্ন পাঠাতে

প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ ই–মেইল: [email protected]