ক্লাউড চালু করল রবির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক

এক্সেনটেক ক্লাউডের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত

দেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে হোস্ট করা ‘এক্সেনটেক ক্লাউড’ নামের ক্লাউড মাধ্যম চালু করেছে রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি। টিয়ার–৪ অবকাঠামোভিত্তিক হওয়ায় ক্লাউড মাধ্যমটি বৈশ্বিক মানের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও সম্প্রসারণের মানদণ্ড পূরণ করতে সক্ষম। আজ মঙ্গলবার ঢাকায় এক্সেনটেক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাউড মাধ্যমটি চালুর ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ দেশীয়ভাবে পরিচালিত এক্সেনটেক ক্লাউড মাধ্যমটির যশোরে টিয়ার–৪ মানের তথ্যভান্ডার ও নারায়ণগঞ্জের ভুলতায় অতিরিক্ত হোস্টিংয়ের সুবিধা রয়েছে। দেশের অভ্যন্তরে পরিচালিত হওয়ায় এক্সেনটেক ক্লাউডে থাকা তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব। এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য বড় অগ্রগতি এবং স্থানীয় প্রযুক্তি সক্ষমতার মাইলফলক।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘আইসিটি খাত অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। শুধু তথ্য নিয়ন্ত্রণের জন্য নয়, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মোচনের জন্য আমাদের উচিত স্থানীয় ক্লাউড মাধ্যমকে অগ্রাধিকার দেওয়া। এক্সেনটেক ক্লাউড সময়োপযোগী একটি উদ্যোগ, যা একদিকে বৈশ্বিক ব্যবসাকে আকৃষ্ট করবে এবং অন্যদিকে দেশীয় প্রতিষ্ঠানের উৎকর্ষতা বাড়াবে। এটি আমাদের স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেমের জন্য একটি নতুন মাইলফলক।’

এক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আদিল হোসেন নোবেল বলেন, ‘দেশে আমরা প্রথম স্থানীয়ভাবে হোস্ট করা টিয়ার–৪ ক্লাউড সেবা চালু করেছি। দীর্ঘদিন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে বিদেশে হোস্ট করা ক্লাউড মাধ্যমের ওপর নির্ভর করতে হয়েছে। এর ফলে তথ্যের নিরাপত্তা, গতি ও খরচ নিয়ে নানা উদ্বেগ তৈরি হতো। এই চ্যালেঞ্জগুলো সমাধানের লক্ষ্যে এক্সেনটেক ক্লাউড চালু করা হয়েছে।’

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির কোম্পানি–সচিব সাহেদ আলম ও সিসিও এ কে এম নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।