যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ক্যাসপারস্কি, কেন জানেন

অ্যান্টিভাইরাস নিষিদ্ধের পর যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ক্যাসপারস্কিরয়টার্স

যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে নিজেদের সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ২০ জুলাই থেকে এ কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। গত মাসে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনে ক্যাসপারস্কির তৈরি সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার যুক্তরাষ্ট্রে বিক্রি নিষিদ্ধ করে দেশটির সরকার।

যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার বিষয়ে ক্যাসপারস্কি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়া দুঃখের ও কঠিন সিদ্ধান্ত। তবে এখানে আর ব্যবসায়িক সম্ভাবনা নেই। আর তাই দেশটি থেকে পর্যায়ক্রমে ক্যাসপারস্কির সব কার্যক্রম বন্ধ করা হবে।

যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুসারে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কি সফটওয়্যার হালনাগাদ, বিক্রি ও পণ্যের লাইসেন্স ব্যবহার নিষিদ্ধ করা হবে। এরপর ৩০ দিনের মধ্যে ক্যাসপারস্কির ব্যবসাও সীমিত করা হবে। সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ করার পর ক্যাসপারস্কির শীর্ষ ১২ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির সরকার।

১৯৯৭ সালে যাত্রা শুরু করে ক্যাসপারস্কি। বহুজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর রাশিয়ার মস্কোতে হলেও বিশ্বের ৩১টি দেশে তাদের কার্যালয় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটির বেশি ব্যবহারকারী ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস ব্যবহার করেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস