রাজধানীর গুলশানে বিটিআই ল্যান্ডমার্ক ভবনে অ্যাপল পণ্যের বিশেষ দোকান (এক্সপেরিয়েন্স এবং রিসেলার স্টোর) ‘গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি’ চালু করেছে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার। গত রোববার দোকানটির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় সংগঠনটির ঊর্ধ্বতন সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলমসহ প্রতিষ্ঠানটির অংশীদারেরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।

গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি
সংগৃহীত

অনুষ্ঠানে জানানো হয়, ‘গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি’ দোকানটিতে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, এয়ারপডস, আইম্যাকসহ অ্যাপলের অনুমোদিত সব যন্ত্রাংশ পাওয়া যাবে। ফলে অ্যাপল পণ্য ব্যবহারকারীরা একই ছাদের নিচে নিজেদের প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিপণ্য পরখ করার পাশাপাশি কিনতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকেরা স্টোরটিতে ১০ শতাংশ ছাড়ে পণ্য কেনার পাশাপাশি কিস্তি সুবিধাও পাবেন।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশে এই বিশেষ এক্সপেরিয়েন্স স্টোরের যাত্রা একটি উল্লেখযোগ্য মাইলফলক। গ্যাজেট অ্যান্ড গিয়ার স্টোরটি চালু করায় এবং বিশ্বমানের সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রযুক্তিবাজারকে বিকশিত করায় আমি আনন্দিত।’

এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি দেশের মানুষকে অ্যাপলের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্যগুলোর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিয়েছে।