ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

ইউটিউবের প্রথম ভিডিও। চিড়িয়াখানায় দুটি হাতির সামনে জাভেদ করিমস্ক্রিনশট

অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শুধু বিনোদনই নয়, ইউটিউবে ভিডিও আপলোড করে তারকা বনে যাওয়ার পাশাপাশি আয়ও করছেন অনেকে। নিয়মিত ভিডিও আপলোড (প্রকাশ) করলেও অনেকেই জানেন না ইউটিউবের প্রথম ভিডিও কোনটি, কবে আপলোডে হয়েছে। আজ থেকে ঠিক ২০ বছর আগে অর্থাৎ ২০০৫ সালের ২৩ এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা হয়। ‘মি অ্যাট দ্য জু’ শিরোনামের ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও আপলোড করেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি-জার্মান বংশোদ্ভূত জাভেদ করিম।

আরও পড়ুন

‘মি অ্যাট দ্য জু’ ভিডিওটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো চিড়িয়াখানায় দুটি হাতির সামনে দাঁড়িয়ে ধারণ করা হয়েছিল। ভিডিওতে জাভেদ করিমকে হাতিদের সম্পর্কে বলতে দেখা যায়। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে পরিচিত ভিডিওটি এখন পর্যন্ত ৩৫ কোটি ৫০ লাখ বারেরও চেয়েও বেশি দেখা হয়েছে।

আরও পড়ুন

পেপ্যালের তিন সাবেক কর্মী চ্যাড হারলি, স্টিভেন চেন ও জাভেদ করিম ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ইউটিউব ডটকমের ডোমেইন নিবন্ধন করেন। এরপর ২০০৫ সালের ১৫ ডিসেম্বরে ইউটিউব আনুষ্ঠানিকভাবে চালু হয়। ২০০৬ সালের ৯ অক্টোবর ১৬৫ কোটি মার্কিন ডলারে গুগল ইউটিউব কিনে নেয়।

আরও পড়ুন

শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। বিশ্বজুড়ে ভিডিও দেখা ও সম্প্রচারের ধারণা পাল্টে দেওয়া ইউটিউবে বর্তমানে প্রতি ঘণ্টায় ৩০ হাজার ঘণ্টারও বেশি ভিডিও আপলোড করা হয়।

সূত্র: টেকলুসিভ