৭০ লাখ ক্রেতা, ৪১ হাজার বিক্রেতা এখন দারাজে যুক্ত

দারাজের সংবাদ সম্মেলনসংগৃহীত

বর্তমানে ৭০ লাখের বেশি ক্রেতা ও ৪১ হাজার বিক্রেতা রয়েছে ই-কমার্স ওয়েবসাইট দারাজ ডটকমে। শুরুতে মাত্র পাঁচজন কর্মী নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করলেও বর্তমানে প্রায় ছয় হাজার কর্মী কাজ করেন দারাজে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দারাজ কর্তৃপক্ষ। এ সময় বিশেষ প্রচারণারও ঘোষণা দেওয়া হয়। আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়ের পাশাপাশি নানা রকম সুবিধা পাবেন ক্রেতারা।

সংবাদ সম্মেলনে দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিয়ারকে মিকেলসন বলেন, বাংলাদেশের মানুষের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে দারাজ। আট বছরে পূর্তির আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই ক্রেতা–বিক্রেতাদের জন্য বিশেষ প্রচারণার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রধান বিপণন কর্মকর্তা তাজদীন হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার তাসফিন আলমসহ অনেকে।

২০১২ সালে পাকিস্তানে চালু হয় অনলাইন কেনাকাটার ওয়েবসাইট দারাজ ডটকম। ২০১৮ সালে চীনা ই–কমার্স প্রতিষ্ঠান আলিবাবা দারাজ কিনে নেয়। বাংলাদেশের ২০১৪ সালে কার্যক্রম শুরু করে দারাজ।