মাইকেল ডেলের জন্ম

মার্কিন শতকোটিপতি, বিনিয়োগকারী ও ডেল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা মাইকেল সাউল ডেল টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন।

মাইকেল ডেলরয়টার্স

২৩ ফেব্রুয়ারি ১৯৬৫
মাইকেল ডেলের জন্ম
মার্কিন শতকোটিপতি, বিনিয়োগকারী ও ডেল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা মাইকেল সাউল ডেল টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন। বিশ্বের প্রযুক্তি অবকাঠামোর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ডেলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মাইকেল ডেল।
গত বছরের ডিসেম্বরে প্রকাশিত ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্সের তথ্যমতে, মাইকেল ডেল এখন বিশ্বের ১৫তম শীর্ষ ধনী। গত বছরের অক্টোবরে প্রকাশিত ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী ডেলের ৫০ শতাংশ ও ভিএমওয়্যারের ৪০ শতাংশ শেয়ার থেকে মাইকেল ডেলের সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি মার্কিন ডলার।

শীর্ষ ধনীর তালিকায় ডেল এখন ১৫ নম্বরে রয়েছেন
রয়টার্স

মাইকেল ডেল বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমএসডি ক্যাপিটালের প্রতিষ্ঠাতা। ডেলের পাশাপাশি তিনি এখন ভিএমওয়্যারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বই হলো ‘ডাইরেক্ট ফ্রম ডেল: স্ট্র্যাটেজিস দ্যাট রেভল্যুশনাইজড অ্যান ইন্ডাস্ট্রি’ (১৯৯৯)। ডেলের বয়স ২৪ বছর, তখন ইনক ডট সাময়িকী তাঁকে বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি দেয়। ওয়র্থ ম্যাগাজিন মার্কিন ব্যবসার শীর্ষ সিইও এবং ফিন্যান্সিয়াল ওয়ার্ল্ড, ইন্ডাস্ট্রি উইক ও চিফ এক্সিকিউটিভ ম্যাগাজিন বিভিন্ন সময়ে মাইকেল ডেলকে বর্ষসেরা উদ্যোক্তার স্বীকৃতি দিয়েছে।

ডেরিক হেনরি লেহমার
উইকিমিডিয়া

২৩ ফেব্রুয়ারি ১৯০৫
মৌলিক সংখ্যার তাত্ত্বিক ডেরিক লেহমারের জন্ম
মৌলিক সংখ্যাবিষয়ক (প্রাইম নাম্বারস) তাত্ত্বিকদের অগ্রগণ্য গণিতবিদ ডেরিক হেনরি লেহমার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলেতে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি মৌলিক সংখ্যা খোঁজার জন্য বেশ কটি তড়িৎ–যান্ত্রিক যন্ত্র উদ্ভাবন করেন। তাঁর জীবদ্দশায় তিনি গণিতের মৌলিক সংখ্যা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন। গণিতে সব সময়ই মৌলিক সংখ্যা নিয়ে কৌতূহল রয়েছে, পাশাপাশি সাংকেতিক বার্তা আদান–প্রদানের কৌশল বা ক্রিপ্টোগ্রাফিতে মৌলিক সংখ্যার ব্যাপক গুরুত্ব রয়েছে।

সামরিক কাজে ব্যবহৃত এনিগমা যন্ত্র। ১৯৩০
উইকিমিডিয়া

২৩ ফেব্রুয়ারি ১৯১৮
এনিগমা যন্ত্রের পেটেন্ট স্বত্ব চেয়ে আর্থুয়া শাবিয়সের আবেদন
গোপন সাংকেতিক বার্তা তৈরি ও পাঠ করার যন্ত্র (সাইফার মেশিন) এনিগমার পেটেন্ট স্বত্ব চেয়ে আবেদন করেন যন্ত্রটির উদ্ভাবক জার্মান তড়িৎ প্রকৌশলী আর্থুয়া শাবিয়স। এনিগমা ছিল যান্ত্রিক সাইফার যন্ত্র। এটি দিয়ে গোপন সংকেতিক বার্তা তৈরি করে পাঠানো যেত। আবার গোপন বার্তার পাঠোদ্ধারও করা হতো এই যন্ত্রের সাহায্য। শাবিয়াস পরে এনিগমার পেটেন্ট পেয়েছিলেন। অসমলয় মোটরের শাবিয়াস নীতির সঙ্গে আর্থুয়া শাবিয়সের নাম জড়িত। আর্থুয়া শাবিয়াস ১৮৭৮ সালের ২০ অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন। ১৯২৯ সালে ১৩ মে তিনি মারা যান।