আর্থিক খাতে উদ্ভাবনী ধারণা দিয়ে পৌনে দুই কোটি টাকা পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান
‘উইমেন্স ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ ২০২২’ ও ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ প্রতিযোগিতায় সেরা তিনটি উদ্ভাবনী উদ্যোগকে পৌনে দুই কোটি টাকা পুরস্কার দিয়েছে ফিন্যান্সিয়াল ইনোভেশন ল্যাব (ফিনল্যাব বিডি)। আর্থিক লেনদেনকে নারীবান্ধব করার পাশাপাশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের সহায়তায় উদ্ভাবনী ধারণাগুলোকে উৎসাহিত করতেই এ পুরস্কার দেওয়া হয়। ফিনল্যাব বিডি পরিচালিত হয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের এটুআই, জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ) এবং মাইক্রোসেভ কনসালটিং (এমএসসি) যৌথ উদ্যোগে। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটুআই।
প্রতিযোগিতায় মোট ১২৩টি উদ্ভাবনী ধারণা জমা পড়েছিল। এর মধ্যে তিনটি ধারণা পুরস্কার পেয়েছে। পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ডানা ফিনটেক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও আপন ওয়েলবিয়িং। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সহজে ডিজিটালি ঋণ গ্রহণের ধারণার জন্য ৭৫ লাখ টাকা পুরস্কার পেয়েছে ডানা ফিনটেক। ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনিক ঋণ গ্রহণের পদ্ধতি ‘ডেলাইট লোন’–এর জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৫০ লাখ ৭৫ হাজার টাকা এবং তৈরি পোশাক শিল্পের নারী কর্মীদের আর্থিক অন্তর্ভুক্তির প্ল্যাটফর্ম তৈরির জন্য আপন ওয়েলবিয়িং পেয়েছে ৫০ লাখ টাকা পুরস্কার।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তিকরণকে আরও ত্বরান্বিত করতে হলে আর্থিক সেবা খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা জরুরি।’
এটুআইয়ের প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, বিজয়ী উদ্ভাবনগুলো নারীদের আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আহমদ এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন।