ফেসবুকে ভিডিও প্রকাশের ধরনে বড় পরিবর্তন আনছে মেটা
চলতি বছরের মধ্যেই ফেসবুকে ভিডিও প্রকাশের ধরনে বড় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে মেটা। নতুন এ পরিবর্তনের আওতায় ব্যবহারকারীরা ফেসবুকে যেকোনো ভিডিও পোস্ট করলেই তা রিলস হিসেবে প্রকাশিত হবে। ফলে আর আলাদাভাবে ‘ভিডিও’ বা ‘রিলস’ এ দুটি ফরম্যাট বেছে নেওয়ার প্রয়োজন হবে না।
এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফেসবুক এখনো লাইভসহ সব ধরনের ভিডিওর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ব্যবহারকারীদের জন্য রিলস তৈরি, শেয়ার ও খোঁজার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন এই পরিবর্তন বিশ্বব্যাপী ধাপে ধাপে চালু করা হবে। বর্তমানে ফেসবুকে রিলসের দৈর্ঘ্য সর্বোচ্চ ৯০ সেকেন্ড। তবে নতুন এই সিদ্ধান্তের আওতায় রিলসের সময়সীমা বাড়ানো হবে। ফলে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিলস হিসেবে শেয়ার করতে পারবেন।
মেটা জানিয়েছে, ফেসবুক অ্যাপে ‘ভিডিও’ ট্যাবের নাম বদলে রাখা হবে ‘রিলস’। যদিও এতে ভিডিওর ধরন বা কনটেন্ট সুপারিশ পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হবে না। মেটা এখনো বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তু ও বিভিন্ন দৈর্ঘ্যের ভিডিওকে গুরুত্ব দেয়। নতুন এই হালনাগাদ ব্যবহারকারীদের ভিডিও দেখার অভ্যাস বা সুপারিশের ধরনে কোনো প্রভাব ফেলবে না।
সম্প্রতি মুঠোফোন ব্যবহারকারীদের জন্য ফেসবুকে ফুল স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছে মেটা। পাশাপাশি প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম রিলসেও নতুন সুবিধা যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাস থেকে ইনস্টাগ্রামে সর্বোচ্চ তিন মিনিট দৈর্ঘ্যের রিলস প্রকাশের সুযোগ চালু হয়েছে।
সূত্র: দ্য ভার্জ