কম্পিউটার প্রোগ্রামিংয়ে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার’ (আইসিপিসি) চূড়ান্ত পর্বে বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের আটটি দল নির্বাচিত হয়েছে। ‘আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ২০২০-২১’ নামের এ প্রতিযোগিতা চলতি বছরের নভেম্বরে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আইসিপিসির চূড়ান্ত পর্বে এবারই বাংলাদেশ থেকে সর্বোচ্চসংখ্যক প্রতিযোগী দল অংশ নিচ্ছে। আইসিপিসি গ্লোবাল কনটেস্ট ম্যানেজার লিসা ডোনাহু সম্প্রতি নির্বাচিত দলগুলোর নাম ঘোষণা করেছেন।
প্রতিটি দলে শিক্ষার্থী তিনজন প্রতিযোগী এবং কোচ হিসেবে একজন শিক্ষক থাকছেন।
চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত বাংলাদেশি দলগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ_ফ্লেয়ারব্লিটজ_৪.০’ (কোচ মো. মাহমুদুর রহমান), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘বুয়েট_নার্ডহার্ড’ (কোচ শাদমান সাকিব ইউসুফ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বারলেকাপম্পম্যাসি’ (এনামুল হাসান), ইউএপির ‘ইউএপি_লুমোস’ (কোচ বিলকিস জামাল ফেরদৌস), ঢাকা থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘এনইউএস_স্টোলিচনায়া’ (কোচ সিলভিয়া আহমেদ), বাংলাদেশ থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জেইউ_গ্লাস_হাফ_ফুল’ (কোচ মো. এজহারুল ইসলাম), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশের ‘এআইইউবি_ক্যাপচারড’ (কোচ ইমরান জিয়াদ) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রুয়েট_অ্যাসার্ট’।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী আইসিপিসির আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকা। বিভিন্ন অঞ্চলের বিজয়ী ও নির্বাচিত দলগুলো চূড়ান্ত পর্ব অংশগ্রহণের সুযোগ পায়। করোনাকালের পর এবারই প্রথম ঢাকায় প্রতিযোগীদের সরাসরি অংশগ্রহণে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।