দারাজে পাওয়া যাবে হাইসেন্সের তৈরি প্রযুক্তিপণ্য

চুক্তি সই অনুষ্ঠানে দারাজ বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিকসের কর্মকর্তারাসংগৃহীত

হাইসেন্সের তৈরি টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি করবে দারাজ বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশে হাইসেন্সের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক ফেয়ার ইলেকট্রনিকসের সঙ্গে চুক্তিও করেছে ই-কমার্স সাইটটি। চুক্তির আওতায় দেশের যেকোনো প্রান্তে থাকা ক্রেতারা ঘরে বসেই হাইসেন্সের তৈরি পণ্য সংগ্রহ করতে পারবেন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দারাজ বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেয়ার গ্রুপ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দারাজে হাইসেন্সের তৈরি প্রযুক্তিপণ্য বিক্রির বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দারাজ গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেন ই। অনুষ্ঠানে হাইসেন্স ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জেসন ওয়াংসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন, দারাজের নেটওয়ার্কের মাধ্যমে হাইসেন্সের বিশ্বমানের প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী। এই অংশীদারত্ব ক্রেতাদের অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করবে।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা দেশের ই-কমার্স খাতের প্রসারে ভূমিকা রাখতে পারব। গ্রাহকদের কাছে সেরা ও উদ্ভাবনী পণ্য পৌঁছে দিয়ে তাঁদের সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে এমন অংশীদারত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ই-কমার্সে শীর্ষস্থান ধরে রাখার কৌশল আমরা অব্যাহত রাখব।