উইন্ডোজের জন্য নতুন ওয়েব অ্যাপ স্টোর চালু করল মাইক্রোসফট

মাইক্রোসফটের নতুন ওয়েব অ্যাপ স্টোরছবি: স্ক্রিনশট

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নতুন ওয়েব অ্যাপ স্টোর চালু করেছে মাইক্রোসফট। পুরোনো ওয়েব অ্যাপ স্টোরটি কোডভিত্তিক হলেও নতুন অ্যাপ স্টোরটিতে এএসপিডটসেট ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে নতুন এই অ্যাপ স্টোর থেকে বর্তমানের তুলনায় সহজে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমনির্ভর বিভিন্ন অ্যাপ ও গেম খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার) এক বার্তায় মাইক্রোসফটের প্রকৌশলী জুদা গ্যাব্রিয়েল জানিয়েছেন, নতুন নকশার ওয়েব অ্যাপ স্টোরটিতে উইন্ডোজ অ্যাপ এবং এক্সবক্সের গেম সহজে খুঁজে পাওয়া যাবে। https://apps.microsoft.com ঠিকানার নতুন অ্যাপ স্টোরটি পুরোনো অ্যাপ স্টোরের পরিবর্তে ব্যবহার করা হবে না। দুটি অ্যাপ স্টোরই আলাদাভাবে চালু থাকবে।

উইন্ডোজ ছাড়া অন্য অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ এবং গেম তৈরির পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। নতুন ওয়েব অ্যাপ স্টোরটি সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্সবক্সের প্রধান ফিল স্পেনসার গত বছর জানিয়েছিলেন, এক্সবক্স মোবাইল গেমিং স্টোর আনতে কাজ করছে মাইক্রোসফট। আর তাই ধারণা করা হচ্ছে, নতুন অ্যাপ স্টোরের পাশাপাশি শিগগিরই এক্সবক্স মোবাইল গেমিং স্টোরও চালু করতে পারে মাইক্রোসফট।
সূত্র: দ্য ভার্জ