এইচডি ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে উচ্চ রেজল্যুশনের ভিডিও আদান-প্রদান করা যাবেরয়টার্স

এইচডি (হাই-ডেফিনেশন) মান বা ফরম্যাটে ভিডিও পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা চাইলেই ছবির পাশাপাশি হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ৭২০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও আদান-প্রদান করতে পারবেন। এর আগে সর্বোচ্চ ৪৮০ পিক্সেলের ছবি আদান-প্রদানের সুযোগ ছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে।

নতুন এ সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ব্যবহার করা যাবে। এ জন্য হোয়াটসঅ্যাপের ২.২৩.১৭.৭৪ সংস্করণে একটি ‘এইচডি’ আইকনও যুক্ত করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। এইচডি মানের ভিডিও পাঠানোর সময় ‘এইচডি’ আইকনে ক্লিক করলেই সর্বোচ্চ ৭২০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও আপলোড হবে। ফলে সহজেই পরিচিত ব্যক্তিদের ভিডিও পাঠানো যাবে।

ভিডিও আদান-প্রদানের সময় স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর আকার সংকুচিত করে থাকে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে এইচডি মানের ভিডিওগুলোর আকার কিছুটা সংকুচিত করে পাঠানো হলেও সেগুলোর রেজল্যুশন ঠিক রাখা হবে। এর ফলে বর্তমানের তুলনায় ভালো মানের ভিডিও আদান-প্রদানের সুযোগ মিলবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া