১২ সেপ্টেম্বর ১৯৫৮
ইন্টিগ্রেটেড সার্কিটের প্রথম সফল পরীক্ষা
যুক্তরাষ্ট্রের টেক্সাস ইনস্ট্রুমেন্টসে প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির সফল পরীক্ষা করেন জ্যাক কিলবি। তিনি প্রমাণ করে দেখান, সেমিকন্ডাক্টর উপাদানের একই অংশে রেজিস্টর ও ক্যাপাসিটর অবস্থান করতে পারে। জ্যাক কিলবির সার্কিটে জার্মেনিয়ামের একটি টুকরা তারের মাধ্যমে আরও পাঁচটি উপাদানের সঙ্গে যুক্ত ছিল। বব নয়েসের সঙ্গে যৌথভাবে জ্যাক কিলবিকে আইসির উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়।