আইফোনে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য সুখবর
আইফোনে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেন অনেকেই। তাই আইফোন ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরির সুবিধা চালু করেছে ক্রোম ব্রাউজার। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরি করে আইফোনের পর্দায় রাখা যাবে। পরে লিংকটিতে ক্লিক করলেই সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
নতুন এ সুবিধা কাজে লাগিয়ে আইফোন ব্যবহারকারীরা চাইলে একাধিক ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরি করতে পারবেন। আইফোনের পর্দায় আলাদাভাবে লিংকগুলো থাকায় সহজে প্রয়োজনীয় ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। ফলে ব্রাউজার চালু করে ওয়েবসাইটের নাম লেখার জন্য বাড়তি সময় নষ্ট করতে হবে না।
এত দিন শুধু অ্যাপলের সাফারি ব্রাউজারে ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরি করা যেত। তবে অনেক আইফোন ব্যবহারকারী সাফারির পরিবর্তে নিয়মিত ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। নতুন এ সুবিধা চালুর ফলে ক্রোম ব্রাউজারের মাধ্যমেও ওয়েবসাইটের শর্টকাট লিংক তৈরি করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। আইওএস ১৬.৪ থেকে পরবর্তী সংস্করণের আইফোনে এ সুবিধা পাওয়া যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস