প্রযুক্তির এই দিনে: ২০ জানুয়ারি
আইবিএমের পিএস/২ প্রযুক্তির ক্লোন তৈরির ঘোষণা
ছোট ছোট কয়েকটি কম্পিউটার নির্মাতার দল ঘোষণা দেয়, তারা মাইক্রোপ্রসেসর ও সফটওয়্যার তৈরি করতে সক্ষম হয়েছে, যা দিয়ে আইবিএমের পিএস/২ পারসোনাল কম্পিউটারের ক্লোন বা প্রতিলিপি তৈরি করা সম্ভব।
২০ জানুয়ারি ১৯৮৮
আইবিএমের পিএস/২ প্রযুক্তির ক্লোন তৈরির ঘোষণা
ছোট ছোট কয়েকটি কম্পিউটার নির্মাতাদের একটি দল ঘোষণা দেয়, তারা এমন মাইক্রোপ্রসেসর ও সফটওয়্যার তৈরি করতে সক্ষম হয়েছে, যা দিয়ে আইবিএমের পিএস/২ পারসোনাল কম্পিউটারের ক্লোন বা প্রতিলিপি তৈরি করা সম্ভব। এ ঘোষণার পর আইবিএম তাদের প্রযুক্তি রক্ষা করতে ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল।
২০ জানুয়ারি ১৯৮৫
অ্যাপলের লেমিংস বিজ্ঞাপন ব্যর্থ হলো
ম্যাকিনটোশ অফিস বাজারে ছাড়ার পর যুক্তরাষ্ট্রে সুপার বোল ১৯তম আসরের সময় ‘লেমিংস’ শিরোনামে টেলিভিশন বিজ্ঞাপন প্রচার শুরু করে অ্যাপল কম্পিউটার। ১৯৮৪ সালে অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটার বাজারে আনার এক বছর পর যুক্তরাষ্ট্রে ম্যাকিনটোশ অফিসের এই বিজ্ঞাপন প্রচার শুরু করে। ১৯৮৪ সালেও সুপার বোলের সময় অ্যাপল বিজ্ঞাপন প্রচার করেছিল। কিন্তু ১৯৮৫ সালে লেমিংস বিজ্ঞাপন চরমভাবে ব্যর্থ হয়। এই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ ছিল, এটি ক্রেতাদের পরিহাস করেছে। বিজ্ঞাপন চিত্রে দেখানো পাহাড়ের চূড়ায় একটি সরুপথে সারিবদ্ধভাবে ব্যবসাপ্রতিষ্ঠানের চোখ বাঁধা নির্বাহীরা ব্রিফকেস হাতে হেঁটে যাচ্ছেন এবং খাদের কিনারা থেকে একের পর এক ঝাঁপিয়ে পড়ছেন। শুধু শেষের ব্যক্তি কিনারায় দাঁড়িয়ে পড়েন এবং চোখের পট্টি খুলে ফেলেন। বিজ্ঞাপনে তখন অ্যাপল ম্যাকিনটোশের গুণাগুণ বর্ণনা করা হয়। লেমিংসের ব্যর্থতার পর ১৯৯৯ সাল পর্যন্ত অ্যাপল সুপার বোল আয়োজনের সময় আর কোনো বিজ্ঞাপন প্রচার করেনি।