বড়দিনসহ বিভিন্ন আয়োজনকে সামনে রেখে জিমেইলে স্প্যাম ও ফিশিং আক্রমণ চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া মেইলগুলোতে বিভিন্ন উপহার বা সুবিধা দেওয়ার প্রলোভন দেখাচ্ছে তারা। এসব মেইলে থাকা লিংকে ক্লিক করলেই ম্যালওয়্যারযুক্ত ফাইল ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যেতে পারে। ফলে দূরে বসেই স্মার্টফোন বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার অপরাধীরা। আর তাই জিমেইল ব্যবহারকারীদের ভুয়া মেইল থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে গুগল।
গুগলের তথ্যমতে, বছরের শেষ নাগাদ প্রতিবছরই জিমেইলে ভুয়া মেইলের সংখ্যা বৃদ্ধি পায়। তবে এ বছর ভুয়া মেইলের মাধ্যমে স্প্যাম ও ফিশিং আক্রমণের ঘটনা বেশি ঘটছে। গত দুই সপ্তাহে ২৩১ বিলিয়নের বেশি স্প্যাম ও ফিশিং মেইল ব্লক করেছে তারা।
স্প্যাম ও ফিশিং মেইল থেকে নিরাপদ থাকতে বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে গুগল। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো কার্ড বা উপহারের মেইলসহ অনুদান, সেবা নিবন্ধনবিষয়ক মেইলগুলো খোলার সময় সতর্ক থাকতে বলেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া