কবে আসছে অ্যান্ড্রয়েড ১৫, কী সুবিধা থাকছে

নতুন সুবিধা যোগ হবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে

গত মাসে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এই বেটা সংস্করণে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে নতুন যুক্ত হতে যাওয়া বেশ কিছু সুবিধাও পরখ করা হয়। নতুন এসব সুবিধাসহ আগামী মে মাসে অনুষ্ঠেয় ‘গুগল আই/ও ২০২৪’ সম্মেলনে নতুন এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উন্মুক্ত হতে পারে। প্রথম ধাপে গুগল পিক্সেল, স্যামসাং গ্যালাক্সি এস সিরিজসহ কিছু স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। যেসব নতুন সুবিধা অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে যুক্ত হতে পারে, তার সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক।

নোটিফিকেশন বিড়ম্বনা এড়াতে

সাধারণত স্মার্টফোনে নোটিফিকেশন এলে নোটিফিকেশনের জন্য নির্ধারিত শব্দ শোনা যায়। অনবরত নোটিফিকেশন এলে এ শব্দে বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের নতুন অনবরত নোটিফিকেশন এলে স্বয়ংক্রিয়ভাবেই শব্দের মাত্রা হ্রাস পাবে। অর্থাৎ পূর্ববর্তী নোটিফিকেশন শব্দের তুলনায় পরবর্তী নোটিফিকেশনের শব্দের মাত্রা হ্রাস হবে।

আংশিক স্ক্রিন শেয়ার

অ্যান্ড্রয়েড ১৫-এ ব্যবহারকারীরা স্মার্টফোনের পুরো পর্দার বদলে নির্দিষ্ট একটি অ্যাপের উইন্ডো শেয়ার ও রেকর্ড করতে পারবেন। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষা আরও বাড়বে।

ওটিপির জন্য বিশেষ নোটিফিকেশন

ক্ষতিকর অ্যাপ থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সুরক্ষিত রাখতে সেনসিটিভ নোটিফিকেশন সুবিধা পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫-এ।

স্যাটেলাইট সংযোগ

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সংযোগের সুবিধা পাওয়া যেতে পারে। ফলে যেসব জায়গায় মুঠোফোনের নেটওয়ার্ক দুর্বল থাকবে, সেখানে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে যোগাযোগ করা যাবে।

ব্যাটারি হেলথ জানার সুবিধা

আইফোনে ব্যাটারি হেলথ জানার সুবিধা থাকলেও অ্যান্ড্রয়েডে তা নেই। নতুন অপারেটিং সিস্টেমে এ সুবিধা মিলতে পারে।

নতুন ভলিউম প্যানেল

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে যুক্ত হতে পারে নতুন ভলিউম প্যানেল। নতুন নকশার প্যানেলটি হবে পাতলা ও পিল আকৃতির। থাকবে নয়েজ কন্ট্রোল সুবিধাও।
সূত্র: ইন্ডিয়া টুডে ডট ইন