১২ কোটি মানুষকে সংযুক্ত করবে হুয়াওয়ে

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়াসংগৃহীত

আগামী দুই বছরের মধ্যে বিশ্বের ৮০টির বেশি দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী প্রায় ১২ কোটি মানুষকে সংযোগ সুবিধার আওতায় নিয়ে আসবে হুয়াওয়ে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) পার্টনার ২ কানেক্ট ডিজিটাল অ্যালায়েন্সে (জোট) যোগ দিতে সম্প্রতি চুক্তিও করেছে চীনা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি। আজ বুধবার রাজধানীতে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণে সরকার কাজ করছে। আশা করি এর আগেই বাংলাদেশ স্মার্ট দেশে পরিণত হবে। ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো ডিজিটাল প্রযুক্তি এবং সংযোগ সুবিধা সবাইকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে।’

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া বলেন, ডিজিটাল যুগে স্থিতিশীল নেটওয়ার্ক ব্যবহারের বিষয়টি মানুষের মৌলিক চাহিদা। যাঁরা সংযোগবিহীন রয়েছেন, তাঁদের জীবন পরিবর্তনের জন্য সংযোগ সুবিধা খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে চীন, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম ও জার্মানি থেকে বিশেষজ্ঞ এবং অতিথিরা অংশ নেন।