অনলাইনে প্রতারণা ঠেকাতে মেটার নতুন উদ্যোগ

অনলাইন প্রতারণার প্রতীকী ছবিরয়টার্স

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনলাইনে নিয়মিত আর্থিক লেনদেন করেন অনেকেই। আর তাই সাইবার অপরাধীরা ফিশিং ওয়েবসাইট, ভুয়া বিজ্ঞাপন প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ চুরি করছে। এমনকি কখনো কখনো ব্যক্তিগত তথ্য চুরি করে পরে অর্থও দাবি করছে তারা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও নিত্যনতুন কৌশলে ফাঁদে ফেলে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। আর তাই ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে রক্ষা করতে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানকে নিয়ে জোট গড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।

অনলাইন প্রতারণা ঠেকাতে গড়া এই জোটে টিন্ডার ও হিঞ্জ ডেটিং অ্যাপের মূল প্রতিষ্ঠান ‘ম্যাচ গ্রুপ’সহ ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ক্রাকেন, কয়েনবেজ, রিপল, গ্লোবাল অ্যান্টিস্ক্যাম সংস্থাও রয়েছে। নতুন এই জোট ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে নিরাপদ রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণও দেবে। বর্তমানে ‘পিগ বুচারিং’ নামের একধরনের প্রতারণা অনলাইনে বেশি দেখা যাচ্ছে। এ ধরনের প্রতারণার ক্ষেত্রে প্রথমে অনলাইনে ব্যবহারকারীদের আস্থা অর্জন করে প্রতারক চক্র, এরপর বড় অঙ্কের টাকা নিয়ে উধাও হয়ে যায়। এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকারও প্রশিক্ষণ দেবে জোটভুক্ত প্রতিষ্ঠানগুলো।

জোট গঠনের বিষয়ে মেটার প্রধান তথ্যনিরাপত্তা কর্মকর্তা গাই রোজেন বলেন, ‘আমরা আশা করি, এই জোট প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দলগুলোর জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ফলে বিশ্বজুড়ে স্ক্যাম নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে আরও ভালোভাবে কাজ করা যাবে।’

কয়েনবেজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফিলিপ মার্টিন বলেন, ‘বিশ্বজুড়ে অনলাইনে জালিয়াতি বাড়ছে। অনলাইনভিত্তিক এসব প্রতারণা ঠেকানোর পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার ওপর বেশি জোর দিচ্ছি আমরা। এই জোট ব্যাবহারকারীদের আরও নিরাপদ রাখতে সহায়তা করবে।’
সূত্র: নিউজ ১৮ ডটকম