বিট–বাইট

টুইটারে পাঠানো যাবে চার হাজার অক্ষরের বার্তা

ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় সর্বোচ্চ চার হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুবিধা চালু করেছে টুইটার। ফলে ব্যবহারকারীরা একই টুইটে (টুইটার বার্তা) বড় লেখা পাঠাতে পারবেন। তবে সবাই নন, অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক ব্যবহারকারীরাই কেবল এ সুযোগ পাবেন। টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ সুবিধা চালু হলেও পর্যায়ক্রমে সব নীল টিক ব্যবহারকারী এ সুযোগ পাবেন। উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে ৮ ডলারের বিনিময়ে ব্লু টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিকযুক্ত ব্যবহারকারীদের খরচ হয় ১১ ডলার। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উইন্ডোজ ৭ ও ৮–এ চলবে না নতুন ক্রোম ব্রাউজার

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ এনেছে গুগল। ‘ক্রোম ১১০’ নামের এ সংস্করণে আগের সংস্করণগুলোতে থাকা বেশ কয়েকটি ত্রুটি দূর করা হয়েছে। আর তাই নিরাপদ থাকতে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেমে চলা কোনো কম্পিউটারে নতুন ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে না। ফলে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে ব্যবহারকারীদের। সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণ থেকে ক্রোম ব্রাউজারের সমর্থন প্রত্যাহার করেছে গুগল। শুধু তা–ই নয়, পুরোনো সংস্করণে চলা কোনো কম্পিউটারের জন্য ক্রোম ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করবে না প্রতিষ্ঠানটি। ফলে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণটি শুধু উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ব্যবহার করা যাবে।

সূত্র: জেডডিনেট

বাঁকানো পর্দার গেমিং মনিটর

গেমারদের জন্য ৩৪ ইঞ্চির বাঁকানো পর্দার কিউডি ওএলইডি (অরগানিক লাইট এমিটিং ডায়োড) প্রযুক্তির মনিটর তৈরি করেছে স্যামসাং। ওডিসি মডেলের এ মনিটরের রিফ্রেশ হার ১৭৫ হার্টজ। দাম এক হাজার ৫০০ মার্কিন ডলার।

সূত্র: দ্য ভার্জ